লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে শহীদুন্নবী জুয়েলকে গনপিটুনি দিয়ে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে হত্যা করা হয়। এই হত্যা মামলার মসজিদের মুয়াজ্জিন মোঃ অাফিজ উদ্দিনের ৫ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। অপরদিকে শনিবার দুপুর ১২ টার দিকে জেলা ডিবি পুলিশের দল বুড়িমারী এলাকা থেকে হেলাল (৩০) কে গ্রেফতার করেছে। রোববার তার ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। যা শুনানির অপেক্ষায় রয়েছে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন । রোববার লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ওসি ওমর ফারুক জানান, বুড়িমারীর বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে হেলাল (৩০) নামের অারো ১ জন কে শনিবার দুপুর ১২ টায় গ্রেফতার করা হয়। সে পাটগ্রাম উপজেলার ওফারমারা গুড়িয়াটারী গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে। রোববার তার ৫দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তবে মসজিদের মুয়াজ্জিন অাফিজ উদ্দিনের ৫ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। এ পযন্ত ৩৪ জন কে পুলিশ গ্রেফতার করেছে।