মু.সাইফুল ইসলাম সবুজ,কুমিল্লা।
নাঙ্গলকোটের মক্ররবপুর ইউনিয়নের তুলাগাঁও রেইনবো স্টার সোসাইটি এবং রেইনবো ব্লাড ব্যাংক এর সম্মানিত উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দের নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্বপ্নচূঁড়া রিসোর্ট এন্ড কাবাব হাউজে এক পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।স্নিগ্ধ শীতল রাত্রিকালীন এই আলোচনা সভা সুভাষিত হয়ে উঠে দায়িত্বশীলদের পদচারণায়।রেইনবো স্টার সোসাইটির সভাপতি কাজী আমিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেইনবো পরিবারের সম্মানিত উপদেষ্টা মো.নজরুল ইসলাম।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির প্রধান উপদেষ্টা মাও:ওবায়েদুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা শামছুল আলম শাহাদাৎ,উপদেষ্টা শাফায়েত হোসেন,প্রতিষ্ঠাতা সভাপতি সাখাওয়াত হোসেন সোহাগ,সহঃসমন্বয়ক মাষ্টার শরিফুল ইসলাম,পরামর্শক সাংবাদিক সাইফুল ইসলাম সবুজ।
আরও উপস্থিত ছিলেন,
সোসাইটির সহঃ সভাপতি সোহেল ভূঁইয়া,সাধারন সম্পাদক মামুনুর রশিদ,যুগ্ম সাধারন সম্পাদক মাহফুজুর রহমান,সহঃ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাছান জয়,অর্থ সম্পাদক হাঃজিহাদ হোসেন,দপ্তর সম্পাদক মো.ফজলে রাব্বি,শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী মেজবাহ,সহঃ শিক্ষা বিষয়ক সম্পাদকঃ আহমেদ রিয়াদ,আইন বিষয়ক সম্পাদক মো.আলী রনি,
ক্রীড়া বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন,সদস্য সচিব মো.হানিফসহ প্রমুখ।