নিজস্ব প্রতিনিধি:
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ডিজিটাল সিকিউরিটি এজেন্সি’র উদ্যোগে তিন মাসব্যাপী ‘আসল চিনি’ ক্যাম্পেইনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা, নিরাপদ ও পরিছন্ন ইন্টারনেট ব্যবহার এবং গুজব বিষয়ে সচেতন করার লক্ষ্যে দুর্বার কর্তৃক আয়োজিত ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হলেন চট্টগ্রাম জেলার,আনোয়ারা উপজেলার পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহিম সৈকত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।
পোস্টার ডিজাইন প্রতিযোগীতা, রচনা লিখন প্রতিযোগীতা এবং ভিডিও নির্মাণ প্রতিযোগীতা এই তিন ক্যাটাগরিতে পুরো দেশ থেকে কয়েক হাজার প্রতিযোগী অংশ নেয়। সেখান থেকে বিচারকরা বিজয়ীদের নির্বাচন করে। ভিডিও নির্মাণ প্রতিযোগীতায় কয়েক হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন রহিম সৈকত। এতে রানার আপ হন মো. রাকিবুল ইসলাম। পোস্টার ডিজাইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন আমরান আহমেদ, যৌথভাবে প্রথম রানার আপ শ্যামল সাহা এবং মো. মেজবা-উল হোসেন। দ্বিতীয় রানার আপ হন যৌথভাবে অনিমেষ ধর ও মোহাম্মদ শহীদুল্লাহ উল্লাহ। বিশেষ জুরি পুরস্কার পেয়েছে জুনায়ানা রহমান মুনতাহা, রচনা লিখন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন মো. সাজিদ ইকবাল, যৌথভাবে প্রথম রানার আপ হয়েছেন তানিয়া এবং শেখ আল-আমিন, যৌথভাবে দ্বিতীয় রানার আপ হয়েছেন জিনিয়া আক্তার ঋতু এবং আকিলা ফারুক ওহী।
উল্লেখ্য ২০১৯ সালে রহিম সৈকতের নির্দেশনায় চলচ্চিত্র ‘একাত্তরের বীরাঙ্গনা’ চট্টগ্রামে বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন যা জেলা প্রশাসক ইলিয়াস হোসেন কর্তৃক পুরস্কার তুলে দেয়া হয়। ২০১৮ সালে তার স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘জন্মভূমি’ আনোয়ারা উপজেলায় চ্যাম্পিয়ন হয়। চলতি বছর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি শিরোনামের ডকুমেন্টারিও আনোয়ারা উপজেলায় চ্যাম্পিয়ন হয়। রহিম সৈকত পেশাগত জীবনে শিক্ষক। তিনি আনোয়ারা উপজেলার পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি তিনি এটুআই এর অধিনে শিক্ষক বাতায়নের জেলা এম্বাসেডর হিসাবে মনোনিত হন।
এই শর্টফিল্মে বিভিন্ন চরিত্র রূপায়ণ করেছেন তারা হলেন আনোয়ারা থানার ডিউটি অফিসার ইরফান খান জুয়েল, দৈনিক প্রথম আলোর আনোয়ারা প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ হোসেন, পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী শওকত, সুজন, ইমরান, ইউসুফ, মেসবাহ, আসিফ, আরজু, রিশতা, ইমন প্রমুখ।
ডিজিটাল সিকিউরিটি এজেন্সি’র মহাপরিচালক ও এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত হয়ে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিসিসির নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, এলআইসিটি প্রকল্পের পলিসি এডভাইজার সামি আহমেদ, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর, উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফ হাসান অপু ও গুজবের শিকার হয়ে মৃত্যুবরণকারী তসলিমা বেগম রেনুর মামা নাসির উদ্দিন টিটো।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডিজিটাল কমিউনিকেশন স্পেশালিস্ট হাসান বেনাউল ইসলাম।
রহিম সৈকত বলেন, আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন , স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী আশরাফ , প্রধান শিক্ষক দিলিপ কুমার নন্দী, আমার সহকর্মী যারা আমাকে উদ্বিপ্ত করেছেন সৃজনশীল কাজে সেই সাথে পাশাপাশি অনলাইনের, অফলাইনের বন্ধু বান্ধব যারা আমাকে এই অর্জনে অনুপ্রেরণা দিয়েছেন তাদের প্রতি। ভবিষ্যতে আমার অর্জিত অভিজ্ঞতা, শিক্ষা কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহারে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখব।