হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও নকলা-নালিতাবাড়ীর এমপি মতিয়া চৌধুরী বলেছেন, করোনার দুর্যোগে পৃথিবীর উন্নত দেশ সমূহ কাইত (অর্থনৈতিক বিপর্যয়) হয়ে পড়লেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থায় এর তেমন কোন প্রভাব পড়েনি, ভাস্কর্য স্থাপনের বিষয়ে তিনি বলেন, পৃথিবীর অনেক মুসলিম দেশেই দৃশ্যমান ভাস্কর্য রয়েছে। ইরানের সিরাজ শহরে আল্লামা শেখ সাদির ভাস্কর্য বিদ্যমান রয়েছে যা আমি নিজ চোখে দেখে এসেছি। কাজেই ভাস্কর্য আর মুর্তিস্থাপনের বিষয়টি যে পার্থক্য রয়েছে তা না বুঝে একটি মহল ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
বুধবার রাতে মুক্তমঞ্চে শেরপুরের নকলা পৌরসভার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২য় শ্রেণির টপটেন ২৯০জন শিক্ষার্থী এবং ১৪৪জন জেলেদের মাঝে সোলার বাতি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক ও ঢেউটিন এবং পরীক্ষা কেন্দ্র ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১০ জোড়া করে ব্রেঞ্চ প্রদান করেন।
বিতরণ কালে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, ইউএনও জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, ওসি মুশফিকুর রহমান, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।