কক্সবাজার জেলার পেকুয়া যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের অপকর্মে বিব্রত স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। জমি দখল, চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ, ইয়াবা ও অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন বেআইনি কর্মকান্ডে আওয়ামী লীগ নেতা-কর্মীরা সাধারণ মানুষের কাছে নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।
আজ ২১ নভেম্বর বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উপজেলার পেকুয়া সদরের স্থানীয় আওয়ামী লীগ কর্মী হাজী মকছুদ আহমদ এমন অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আমরা পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু আমরাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি যুবলীগের কথিত উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের রাহুগ্রাসে। জাহাঙ্গীর আলম যুবলীগে ঘাপটি মেরে থাকা বিএনপি ও জামায়াত শিবিরের প্রেতাত্মা।
হাজী মকছুদ আহমদ আরও জানান, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং প্রতিটি ইউনিয়ন ও সংগঠনের শাখা নেতৃবৃন্দ আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে একপত্রে জাহাঙ্গীর আলমকে বহিঃস্কারের দাবি জানিয়েছেন। ওই পত্রে আওয়ামী লীগ নেতৃবৃন্দ লিখেছেন, যুবলীগ নামধারী জাহাঙ্গীর আলম প্রকাশ গরু জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে সংগঠনবিরোধী কর্মকান্ডসহ দখলবাজি, চাঁদাবাজি, লুটপাট, দলীয় নেতা-কর্মীদের অত্যাচার নির্যাতন, বিএনপি জামায়াত তথা এপিএস সালাহ উদ্দিনের সাথে আতাঁত করে দলীয় মিটিং-মিছিলে হামলা এমনকি জনপ্রিয় আওয়ামীলীগ নেতাদের হত্যার মিশনে জড়িত।
তিনি জানান, ইয়াবা ও অস্ত্রসহ আটক মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলম আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ধার নিয়ে দীর্ঘদিন ধরে তা পরিশোধ করছেন না। টাকাপরিশোধ করতে বললে তার চার সহোদর আজম, কাইয়ুম, আলমগীর ও বাপ্পিকে দিয়ে আমার পরিবারের চারটি দোকান জোর করে দখলে নেয়। আমাদের অস্ত্রের মুখে জিন্মি করে আমার কাছ থেকে খালি স্টাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। এ ব্যাপারে সংবাদ প্রকাশ করায় সাইফুল ইসলাম ও মোহাম্মদ নাজিম নামে স্থানীয় দুই সাংবাদিককে শারীরিক নির্যাতন করে জাহাঙ্গীর বাহিনী।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, জাহাঙ্গীর চেয়ারম্যানের ৪ সহোদর বাহিনীর কাছে অসহায় হয়ে পড়েছে পেকুয়াবাসী। তাদের ভয়ে তটস্থ থাকতে হয় এলাকার লোকজনকে। লোহার হাতল, শাবাল ও কুড়াল তাদের মূখ্য হাতিয়ার। তারা মানুষ খুন করে পিটিয়ে। প্রতিবাদ করলে পঙ্গু করে দেয় হাত-পা থেঁতলে। এ কায়দায় পুরো পেকুয়া এলাকা অচল করে রেখেছে জাহাঙ্গীর ও আজমগীর বাহিনী।
জাহাঙ্গীরের অপকর্মের বিবরণ দিয়ে হাজী মকছুদ আহমদ বলেন, ২০১৭ সালের ১৩ আগষ্ট র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যদের হাতে ৩টি কাটা বন্দুক, ১০ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ ইয়াবা এবং ইয়াবা বিক্রির ১৭ লক্ষ টাকাসহ জাহাঙ্গীর ও তার তিন সহোদর আলমগীর, কাইয়ুম ও আজমগীরকে আটক হয়। এ মামলায় তাদের একুশ বছরের সাজা হয়েছে। ২০১৮ সালে ১১ সেপ্টেম্বর নজরুল নামের এক ব্যক্তিকে জাহাঙ্গীর বাহিনীর লোকজন একটি বাসায় আটকিয়ে চেতনা নাশক ওষুধ পুশ করে অজ্ঞান করে ফেলে। পরে তার স্বাক্ষর নিয়ে ৪০ শতক জায়গা তাদের নামে রেজিস্ট্রি করিয়ে নেয়। এছাড়া নজরুলের ফাস্ট সিকিউরিটি ব্যাংকের পেকুয়া শাখায় সঞ্চিত টাকা চেকের মাধ্যমে তুলে নেয়। ২০১৫ সালের ৭ এপ্রিল সাইফুল ইসলাম বাবুল নামের এক ব্যবসায়ীর কাছ থেকে জাহাঙ্গীর আলম ও তার সহোদররা মিলে পেকুয়া বাজারের সামনে থেকে তাকে অপহরণ করে ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে থানায় মামলা রয়েছে। ২০১৪ সালের ৩ মে পেকুয়া চৌমুহনীস্থ বিডিআর জাহাঙ্গীর মার্কেটের সামনে স্থানীয় জাহেদুল ইসলাম চৌধুরীকে দুই লক্ষ টাকা চাঁদার দাবিতে লোহার রড, হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। জাহেদের কাছে থাকা ৪২ হাজার টাকা চিনিয়ে নেয়।
এসব ঘটনায় জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ ২০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়। শুধু জায়গা দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ নয় জাহাঙ্গীরের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের মামলাও। ২০১২ সালে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে বকুল আক্তার নামে এক নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছ জাহাঙ্গীর আলম ও তার বন্ধু শহিদুল আলমের বিরুদ্ধে। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলাটি করা হয়। এরকম অসংখ্য মামলা রয়েছে জাহাঙ্গীর আলম ও তার সন্ত্রাসী সহোদরদের বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলমকে দলীয় পদ থেকে বহিস্কার ও গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মকছুদ আহম্মদের বড় ছেলে মো. জামশেদ উদ্দিন, বড় মেয়ে আয়েশা ছিদ্দিকা, পুত্র আবদুল্লাহ আল মামুন, মেয়ে শামীরা সুলতানা এ্যালি, ইশমু জান্নাত ডলি প্রমুখ।