শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া:
চকরিয়া প্রবাসী ইউনিয়ন চকরিয়া শাখার উদ্যোগে এক পরিচিতি ও আলোচনা সভা শুক্রবার (১৩নভেম্বর) বিকাল ৪টায় হারবাং ইনানী রিসোর্ট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী ইউনিয়নের কর্মকর্তা দুবাই প্রবাসী হাজী মো. আবদুল হামিদের সভাপতিত্বে ও মালয়েশিয়া প্রবাসী মো. মিজানুর রহমানের সঞ্চালনায় শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দুবাই প্রবাসী ফোরকান উদ্দিন।
বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম। তিনি তার বক্তব্যে- প্রবাসীদের উদ্যোগকৃত যাবতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দিয়ে যাবার আশ্বাস প্রদান করেন। এতে বিশেষ অতিথি ছিলেন সৌদি প্রবাসী শেকাব উদ্দিন ও দুবাই প্রবাসী দেলোয়ার হোসাইন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী ইউনিয়নের সদস্য মো. সাদ্দাম, নুরুল আলম, মো. তারেক, মো. জাহেদ প্রমুখ ব্যক্তিবর্গ। এসময় সংগঠনের চকরিয়া শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে অনুষ্ঠানের প্রধান অতিথি জাফর আলম এমপিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন চকরিয়া প্রবাসী ইউনিয়নের পক্ষ থেকে সংগঠনের সদস্য সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলম ও মো. ইসমাঈল হোসেন।