1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বগুড়ায় দিশেহারা পোলট্রি খামারিরা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

বগুড়ায় দিশেহারা পোলট্রি খামারিরা

নুর আলম সিদ্দকী মানু ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ২৪৩ বার

বগুড়া জেলা ঘুরে দেখা যায় গাবতলী থানার বাঘবাড়ী এলাকার প্রভিটা ফিড কোম্পানির ডিলার মাহী এন্ড জান্নাতুল ট্রেডার্স এ-র ম্যানেজার শামিম আহমেদ ও মিজানুর রহমান বলেন সোনালী মুরগীতে প্রতিহাজারে ২০থেকে ২৫হাজার টাকা লচ্ গুনতে হলেও ব্রয়লারেও হাজারে ২০ থেকে ৩০হাজার টাকা লচ গুনতে হচ্ছে খামারীদেরকে।বিশ্বে করোনা মহামারীর প্রভাব বাংলাদেশের অর্থনৈতিক মন্দার কারন হওয়ায় দিশেহারা সাধারণ মানুষ। করোনার প্রভাবে
সাধারন মানুষের ক্রয় খমতার বাহিরে চলে যায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য তার অংশ হিসেবে মুরগী খামারীরাদেরকেও বিপাকে পরতে হচ্ছে নিত্যদিন, যার কারনে কম দামে বিক্রি করতে হচ্ছে প্রতি কেজি ব্রয়লার মুরগী ৯০থেকে ৯৫ টাকায়। এ কারনে খামারীদেরকে লচ গুনতে হচ্ছে, তুষের দাম খাদ্যের দাম তুলনা মুলক ভাবে বেশি হওয়ায় খামারীরা দিশেহারা। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
বলেন ব্রয়লার গ্রোয়ার ফিড দুই হাজার তিনশত টাকা দাম ছিলো বাচ্চার দাম ছিলো ২৫ টাকা মুরগীর দাম ছিলো একশত ৫ টাকা এক সপ্তাহের ব্যাবধানে এখন বাচ্চার দাম বারিয়ে ৩৩ টাকা ফিডের দাম বস্তা প্রতি এক শত টাকা বারিয়েছে কোম্পানি আর ডিলাররা বারিয়ে ২৫০০ টাকা বিক্রি করছে এদিকে মুরগীর দাম কমে হয়েছে ৯৮ টাকা কেজি প্রতি।
বগুড়া জেলার গাবতলী থানার বাঘবাড়ী এলাকার খামারি আরাফাত হোসেন বলেন আমার খামারে এবারের সেটে মুরগির দাম না কমলে আশানুরূপ লাভ হতো কিন্তু মুরগীর দাম কমায় খাদ্যের দাম বেরে গিয়েছে বলে হতাশা প্রকাশ ছাড়া আর কিছুই দেখছিনা আমি, কি করবো ভেবে পাচ্ছিনা এক বছর ধরে সেট ভাড়া নিয়ে মুরগী পালন করে আসতেছি এতদিনে যেটুকু লাভ হয়েছিলো তাও অন্যের ঘরে, ভেবেছিলাম এবার যা লাভ হবে তা দিয়ে নিজে সেট করবো কিন্ত তার আর হচ্ছেনা।

এদিকে বগুড়ায় দুই সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে সব ধরনের মুরগির মাংস ও ডিমের দাম অস্বাভাবিক হারে কমেছে। বেরেছে মুরগির বাচ্চার দাম। মাংস, ডিমের দাম পড়ে গেলেও হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে সব কোম্পানির পোলট্রি খাদ্য ও বাচ্চার দাম। এতে দিশেহারা হয়ে পড়েছেন জেলার প্রায় ছয় হাজার পোলট্রি খামারি।
খামারিদের দেওয়া তথ্যমতে, দুই সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে সোনালি (পাকিস্তানি) ও ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি গড়ে ১০ থেকে ২০ টাকা কমেছে। দুই সপ্তাহ আগে প্রতিটি এক দিনের সোনালি মুরগির বাচ্চার দাম ছিল ৮ থেকে ১০ টাকা। ব্রয়লার বাচ্চার দাম ছিল প্রতিটি ২৫ টাকা। এখন দাম বেরে সোনালি মুরগির বাচ্চা ১২ আর ব্রয়লার বাচ্চা ৩৩ টাকায় বেরেছে। এতে বিপাকে পড়েছেন হ্যাচারি মালিকেরাও। খামারী ইব্রাহীম সহ কয়েকজন খামারি বলছেন, খামারে হঠাৎ করে ‘লিভার সিরোসিস’ রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় মুরগি মারা যাচ্ছে। ঝুঁকি এড়াতে খামারিরা ঔষধ প্রয়োগ করছেন।তবে দুই সপ্তাহ আগে বগুড়া থেকে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ হাজার মুরগির সরবরাহ হতো রাজধানীতে। এখন প্রতিদিন ১৮ থেকে ২০ হাজার মুরগি যাচ্ছে। পাইকারি মোকামে মুরগির চাহিদা কমে যাওয়ার পাশাপাশি লিভার সিরোসিস রোগের কারণে মুরগির সরবরাহ বেড়েছে। এতে মুরগির মাংসের দামে ধস নেমেছে।
পোলট্রি খামারি মালিকদের এই দাবি, লোকসানের মুখে পুঁজি হারিয়ে খামারিরা এখন দিশেহারা। অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে।

জেলা পোলট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, বগুড়ায় প্রায় ৬ হাজার সোনালি জাতের লেয়ার, ব্রয়লার ও হাইব্রিড লেয়ার মুরগির খামার রয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ সোনালি মুরগির এবং ১৫ শতাংশ ব্রয়লার ও হাইব্রিড লেয়ার মুরগির খামার। জেলায় পোলট্রি হ্যাচারি রয়েছে ৮৩টি। গাবতলী থানার বাগবাড়ী বাজারের বিসমিল্লাহ ট্রেডার্সের প্রোপাইটর এবং পোলট্রি ফার্মের মালিক খামারি ইব্রাহিম বলেন, খামারে আড়াই হাজার ব্রয়লার মুরগি ছিল। দুই সপ্তাহ পূর্বে প্রতিটি ব্রয়লার বাচ্চা কিনতে হয়েছে ২২ টাকায়। ফিড, ভ্যাকসিন, বিদ্যুৎ খরচসহ সব মিলিয়ে প্রতি কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ পড়েছে গড়ে ১০০ টাকা কেজি প্রতি অথচ বাজার ধসে ৯৮ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। আর ব্রয়লার বাচ্চার দাম বেরে ৩৩ টাকা এবং ফিডের দামও বারিয়ে দিয়েছে ফিড কোম্পানি গুলো। তাতে লাখ লাখ টাকার লচ গুনতে হবে খামারিদের, শুধু আমার ব্রয়লার শেডে অর্ধ লাখ টাকার লোকসান হবে বলে মনে হচ্ছে।
নিমগাছী বাবু বাজার গ্রামের এক খামারি বলেন, ব্রয়লার মুরগির প্রতি কেজি মাংস উৎপাদনে গড়ে ১০০থেকে ১০২ টাকা খরচ করতে হয়। এখন সেই মুরগি ৯৫ টাকা কেজি দরে ও ডিম প্রতিটি ৪ টাকা ২০ পয়সা দরে বিক্রি করতে হচ্ছে।
বগুড়া জেলা পোলট্রি হ্যাচারি মালিক সমিতির তথ্যমতে জেলার ৮৩টি হ্যাচারিতে প্রতি মাসে গড়ে ১৬ থেকে ২০ লাখ সোনালি জাতের এক দিনের বাচ্চা উৎপাদন হয়। দুই সপ্তাহ আগেও প্রতিটি এক দিনের বাচ্চা বিক্রি হয়েছে ১৯থেকে ২২ টাকায়। বাজার বারার কারণে বর্তমানে তা ৩৩ টাকায় বেরেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net