1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বর্জ্য শোধনের ডাম্পিং স্টেশনের চার একর ৭৩ শতক জায়গায় মাছের চাষ করছেন ক্ষমতাসীন দলের স্থানীয় ব্যক্তিরা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

বর্জ্য শোধনের ডাম্পিং স্টেশনের চার একর ৭৩ শতক জায়গায় মাছের চাষ করছেন ক্ষমতাসীন দলের স্থানীয় ব্যক্তিরা

লাকসাম পৌরশহরে সড়কে পাশে ময়লার ভাগার এম,এ মান্নান, বিশেষ প্রতিনিধি, লাকসাম কুমিল্লা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ২০৮ বার

লাকসাম ডাম্পিং স্টেশন না থাকায় পৌরশহরে বিভিন্ন মোড়ে নদী-নালায় সড়কে পাশে ময়লা আবর্জনা ফেলছে পৌর কর্তৃপক্ষ। ঐসব এলাকায় ময়লার ভাগার গুলোতে কাক সেগুলো ছড়িয়ে ছিটিয়ে সড়কে করেছে একাকার। নাক ঢেকে কোনোমতে পার হচ্ছে পথচারীরা। অনেক ভাগারে কুকুর-বিড়াল মরে আছে দুর্গন্ধে শহরে পরিণত হয়েছে পৌর এলাকায়।
গত কয়েক বছর আগে পৌরসভার উত্তরকুল এলাকায় বর্জ্য শোধনের ডাম্পিং স্টেশনের জন্য প্রায় ৪ কোটি টাকার ব্যয়ে চার একর ৭৩ শতক জমি অধিগ্রহণ করা হয়। পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের বলেন, বর্জ্য শোধানগারের ডাম্পিং স্টেশনের কাজ আরো উন্নত করার জন্য প্লানে কিছুটা পরিবর্তন করায় এখানো কাজ সম্পর্ন করা সম্ভব হয়নি বিধায় ময়লা গুলো সাময়িক ভাবে চাঁদপুর রেল সংলগ্ন এলাকায় স্তুপ করা হচ্ছে। আগামী ২/৩ মাসে আরো উন্নত প্রযুক্তিতে ডাম্পিং ব্যাবস্থা প্রাথমিক কাজ সর্ম্পন হবে। এর পর বর্জ্য গুলো ওই স্থানে স্থানাস্তর করা হবে।

পৌরবাসী বলছে, এই পৌরসভাটি কাগজে কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও নাগরিক সুবিধা আজ প্রশ্নবৃদ্ধ। পৌর এলাকায় নেই বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা। যার ফলে বিশাল আয়তনের লাখ লাখ মানুষের অধিক পরিমাণ বর্জ্য আবর্জনা যেখানে সেখানে ফেলছে পৌর কর্তৃপক্ষ। চার একর ৭৩ শতক কোটি কোটি টাকার জায়গায় পৌর শহরের বর্জ্য না ফেলে ওই স্থানে মাছের চাষ করছে ক্ষমতাসীন দলের স্থানীয় ব্যক্তিরা। বিভিন্ন সুত্রে জানাযায়, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন সেক্টর প্রকল্প (UGIIP-III) আওতায় কাজে ফলকটি গত ৭ জুলাই ২০১৮ সালে পৌরশহরে উত্তরকুল এলাকায় শুভ উদ্ধোধন করেন (লাকসাম-মনোহরগুঞ্জ)কুমিল্লা-৯ আসনের এম,পি বর্তমানে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম।

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত লাকসাম পৌরসভায় ১ লাখ ৫০ হাজার লোকের বাস। আয়তন ১৯ দশমিক ৪২ বর্গকিলোমিটার। শহরের বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও শিল্প কল-কারখানার বর্জ্য সংগ্রহ করে তা বিভিন্ন জনবহুল এলাকাসহ সড়কের পাশে নদী-নালায় ময়লা ফেলছে পৌরসভা এতে করে দুষিত হচ্ছে পৌর এলাকা, ভারসাম্য হারাচ্ছে পরিবেশ প্রকৃতি । গত কয়েক বছর যাবত পৌরশহরে প্রবেশ পথে চিলোনিয়া এলাকায় সড়কের পাশে ময়লার ভাগার, অপরদিকে চাঁদপুর রেলগেট পাশে রেলওয়ে জলাশয়টিতে বর্জ্যে ফেলে ভরাট করা হচ্ছে পৌর কর্তৃপক্ষ।এ বিষয়ে রেল কতৃপক্ষ নিরব দর্শক। চাঁদপুর রেলগেইট রবিদাশ সম্প্রদায়ের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রেলওয়ে খাল ভরাট করে নির্মানে উদ্দেশ্যে এখানে ময়লা ফেলা হচ্ছে। ময়লা দু-গদ্ধে আমারা পরিবার পরিজন নিয়ে থাকতে পারছিনা। এব্যাপারে পৌর মেয়র ও কাউন্সিলার এর স্বরানাপর্ন হয়েও প্রতিকার প্রায়নি।

ছবির ক্যাফশানঃ লাকসাম- রেলগেট সংলগ্ন ময়লা বর্জ্যে জলাশয় ভরাট ও পৌর শহর উত্তরকুল এলাকায় ডাম্পিং স্টেশনের জন্য ৪একর ৭৩শতক জায়গায় চলছে মাছের চাষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net