লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট
লালমনিরহাটের বুড়িমারীতে গণপিটুনি দিয়ে শহিদুন্নবী জুয়েলকে হত্যা ও তার লাশ পুড়িয়ে দেয়ার মামলায় অারো ২ জনসহ এ পযন্ত ৩৮জন কে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতদের
আমলি আদালত ৩-এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগমের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ওসি ওমর ফারুক জানান, রোববার বুড়িমারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অারো ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলোঃ অাউলিয়ারহাট কামাটপাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে অাঃ রাজ্জাক (২৬) ও উফারমারা সোনারহাট গ্রামের মোঃ অাবুল হোসেনের ছেলে জি এম মানিক গ্রেফতারকৃতদের সোমবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।