1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বিদুৎস্পৃষ্ট হয়ে ১কৃষকের মর্মান্তিক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

মাগুরায় বিদুৎস্পৃষ্ট হয়ে ১কৃষকের মর্মান্তিক মৃত্যু

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ১৮৫ বার

মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিকভাবে মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। জানা গেছে ১৬ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার কালিনগর গ্রামের আবদুল আজিজ বিশ্বাসের ৪র্থ পুত্র কৃষক গোলাম হোসেন ধনী (৪০) তার নিজ গোয়াল ঘরে গরুর গোসল করাতে গেলে সেখান থেকেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।

নিহতের বড় ভাই সেকেন্দার আলী আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন আমার ছোট ভাই গোলাম হোসেন ধনী পেশায় একজন কৃষক, এ বছরই সে চারটা গরু তাজা মোটাতাজা করার জন্য গরুগুলো নিয়মিত পরিচর্যা করে আসছিলো এমতাবস্থায় আজ দুপুর ১২/সাড়ে ১২টা দিকে মটরের সুইস অন তার নিজ গোয়াল ঘরে মটরের পানি দিয়ে গরু ঝাপানোর (গরুর গোসল করানোর) সময় অসাবধানতাবশত সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে এবং সেখানেই সে মারা যায় বলে আমরা ধারণা করছি। তবে ঘটনার পরপরই আমার ভাইকে শ্রীপুরে চিকিৎসকের নিকট নিয়ে যাই, চিকিৎসক তাকে দেখে আমাদের জানান আমার নিকট আসার আগেই তিনি মারা গেছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে জানান আমার নিকট এখন পর্যন্ত কেহ কোনো অভিযোগ নিয়ে আসেনি, তবে আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গোলাম হোসেন ধনীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net