মােঃ সাইফুল্লাহ ;
মাগুরা পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বাকী ইমাম এর মা আঞ্জুয়ারা বেগম ১৮ নভেম্বর বুধবার ভোররাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি শহরের দরি মাগুরা আদর্শপাড়া এলাকার প্রয়াত আব্দুল গফুর ভূইয়ার স্ত্রী। মৃত্যকালে তিনি ৩পুত্র ৪কন্যা ও নাতিনাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর শহরের কারিকর পড়া আদর্শপাড়া মসজিদে তার নামাজে জানাযা শেষে তাকে কারিকর পাড়া গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামীলীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ , সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। মরহুমার নামাজে জানাযায় বিভিন্ন এলাকার ঈমাম মুয়াজ্জিন ওলামায়ে কেরামগন সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের জনগন উপস্থিত ছিলেন।