শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
আসন্ন রাউজান পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেছেন,রাজনীতিতে আমি উড়ে এসে জুড়ে বসি নাই।রাজনৈতিক জীবনে অনেক ঘাত প্রতিঘাত মোকাবিলা করেছি। আমার শ্রম ও মেধা দিয়ে চেষ্টা করেছি মানবতার কল্যাণে কাজ করতে।রাজনীতিতে আমি বোঝা হয়ে থাকি নাই। দলকে শ্রম ও মেধা দিয়ে সাংগঠনিক ভাবে মজবুত করেছি। প্রধানমন্ত্রী বিচক্ষণ নেত্রী। তিনি ত্যাগের মুলায়ন করবেন। আমি আশ্বাবাদী পৌরবাসীর আাশা তিনি পূরণ করবেন।১৩ নভেম্বর শুক্রবার তিনি রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ড জনসাধারণের উদ্যােগে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন।স্থানীয় পৌরসভার কাউন্সিলর এডভোকেট দিলীপ কুমার চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক তপন দে’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আ.লীগের সি. সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি স্বপন দাশ গুপ্ত, আলহাজ্ব শাহাজান ইকবাল, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি,পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, পৌরসভা আ.লীগের সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি জানে আলম জামান,ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু,পৌর কাউন্সিলর আজাদ হোসেন,মুক্তিযোদ্ধা সাধন পালিত, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি,আবদুল লতিফ,হাসান মোহাম্মদ রাসেল, লিয়াকত হাসান কায়সার, যুবলীগ নেতা আলমগীর আলী, জিয়াউল হক রোকন, মঈনুদ্দিন চৌধুরী হিমেল, আবু ছালেক, ওয়াহেদ বাবলু, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, এমরান হোসেন জীবন, ডাক্তার ফরহাদ হাসান, ব্যবসায়ী আবদুল মালেক সিদ্দীক, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, প্রবীণ শিক্ষক রাখাল চন্দ্র দে, সমাজ সেবক আলহাজ্ব সৈয়দ কামাল উদ্দিন, অলক দাশ গুপ্ত, শিক্ষক জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা বেলাল উদ্দিন,যুবলীগ নেতা আবদুল আওয়াল সুজন প্রমূখ