আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল আলমের যোগদান উপলক্ষে মঙ্গলবার সদর উপজেলার সৌহার্দ্য সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা সদর উপজেলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল আলম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান, গাইবান্ধা প্রেসক্লাব সাধারন সম্পাদক আবু জাফর সাবু, সদর উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ মওলা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবর, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি খালেদ হোসেন, ফ্রেন্ডশিপের প্রতিনিধি সালাম সরকার, কামারজানি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জাকির, ইমাম তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান।
সভায় সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি, ইমামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমকে হাকিমপুর উপজেলা থেকে বদলি হয়ে গাইবান্ধা সদর উপজেলায় যোগদান করেন। উল্লেখ্য, ইতোপূর্বে তিনি গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।