অশোক দাশ,সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় দূর্ঘটনায় মোঃ মোস্তফা (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় মোঃ রাশেদ (২৫) নামের আরো এক শ্রমিক আহত হয়।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে সাতটার সময় উপজেলার বাঁশবাড়িয়াস্থ রড তৈরী কারখানাতে এঘটনা ঘটে। নিহত মোস্তফা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বারশিকুরা গ্রামের মেঃ জসিম উদ্দিনের পুত্র।
আহত রাশেদ উপজেলার কুমিরা ইউনিয়নের হিঙ্গুলীপাড়া গ্রামের গনি মুক্তার বাড়ির মোঃ তাজুল ইসলামের পুত্র। জানা যায়, জিপিএইচ ইস্পাত ফ্যাক্টরিতে সকালে
মেইনটেনেন্সের কাজ করার সময় প্যাডেলের ঢাকনার সাথে ধাক্কা লেগে দুই শ্রমিক গুরুত্বর আহত হয়। এসময় তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মোঃ মোস্তফা মারা যান। আহত রাশেদ বর্তমানে চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আলাউদ্দিন বলেন, সীতাকুণ্ড থেকে গুরুত্বর আহত অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসার পর একজন মারা যান, আরো একজন চিকিৎসাধীন আছে। তারা দুইজনই জিপিএইচ এ কর্মরত শ্রমিক বলে জানা গেছে।