1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেলিব্রেটি ক্রিমিনাল এবং ‘কালামিয়া’! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

সেলিব্রেটি ক্রিমিনাল এবং ‘কালামিয়া’!

সায়েদ তারেক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ১৬৭ বার

এই প্রথম একজন সেলিব্রেটি ক্রিমিনালের খোঁজ পাওয়া গেল যার কোন রাজনৈতিক পরিচয় নাই! সে আওয়ামী লীগ করে নাকি বিএনপি জামাতের লোক- মিডিয়াগুলো এ ব্যপারে একেবারে স্পিকটি নট্! এতবড় একজন ভিআইপি পারসন, ঘরেই যার ক্যাশ থাকে কোটী টাকা, সোনার আড়ৎ, দুই শ’ সরকারি প্লটের অধিকর্তা, রাজউকসহ বড় বড় সরকারি কর্তা অধিকর্তারা যারা পকেটে- এমন একজন কামেল লোক কোন রাজনৈতিক দল করে না, কোন দলের কোন কমিটিতে নাই, কখনও এমপি মন্ত্রী হয় নাই বা হওয়ার জন্য চেষ্টা তদ্বির করে নাই নমিনেশনও চায় নাই, বাংলাদেশে এটাও সম্ভব! কিছুই বুঝলাম না! এ পর্যন্ত যত ভিআইপি ক্রিমিনাল ধরা পড়েছে সবারই কোন না কোন রাজনৈতিক পরিচয় বা দল-সংশ্লিস্টতা পাওয়া গেছে। প্রায় সবাই ক্ষমতাসীন দলের সাথে সম্পর্কিত। অবশ্য ধরা পড়ার পর অনেকেই বিএনপি-জামাতের লোক বলে আবিষ্কৃত হয়েছে, কিন্তু কোন দলের সাথেই নাই- সামান্য দোকান কর্মচারি থেকে মাত্র কয়েক বছরে একেবারে ‘গোল্ডেন’ হয়ে ওঠার দৃষ্টান্ত বোধহয় এটাই প্রথম। ধরে নিলাম এ লোক একেবারেই একজন নির্জলা দল-নিরুপেক্ষ মোহন্ত, ভাগ্য গড়তে রাজনৈতিক প্রভাবের দরকার পড়ে নাই- কিন্তু এত অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তি, সব কি আলাদীনের চেরাগ ঘষে এসেছে! এমন তো নয় যে কাল শুরু করেছে আর আজই কামেলিয়ত পেয়ে গেছে! দীর্ঘদিন ধরে একটা বাটপার প্রশাসনের নাকের ডগায় বসে, সরকারের তাবৎ চাঁইদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে এসেছে- কারোরই মালুম হলো না! বছরের পর বছর ধরে একটা লোক অন্যায় করে যাচ্ছে কারোরই নজরে এলো না! সেই ক্যাসিনো কান্ডের মত! থানার সামনে ক্যাসিনো চলে, ধরা পরার পর পুলিশ জানে! ‘ডাল মে কুছ কালা’ যে হ্যয় তা তো বোঝাই যাচ্ছে, এখন এই ‘কালামিয়া’গুলোকে কি সনাক্ত করা সম্ভব হবে! নাকি ওই তদন্ত পর্যন্তই! আমাদের দেশে আবার ‘তদন্ত’ ‘তালিকা’ ‘তলব’ ‘নোটিশ’- এ সবের ভিন্ন মাজেযা আছে।
আমরা এবার একটু ওই ‘কালামিয়া’গুলোকে চিনতে চাই। সম্রাট শামিম সাহেদ পাপিয়া সাবরিনা এনু বেনু কালাম মালেক মনিররা ধরা পড়ে কিন্তু যারা এদেরকে তৈরি করে, বিদেশে ‘বেগমপাড়া’ গড়ার নেপথ্য কারিগর পৃষ্ঠপোষকদেরকে কখনই চিহ্নিত করা হয় না। আমরা এদের পুন্য চেহারাগুলো একটু দেখে ধন্য হতে চাই। বরাবরের মত এবারও যদি এদেরকে আড়াল করে রাখা হয় প্রমান হবে চোরে চোরে মাসতুতো ভাইয়ের মত সব মিয়াই আসলে ‘কালামিয়া’!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net