আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও যাদুঘরের তত্ত্বাবধানে গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। ২৬ নভেম্বর সকাল ১০ টায় উপজেলার কলেজিয়েট উচ্চ বিদ্যালয় হল রুমে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং মেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রার সুপার মাওলানা জায়নুল আবদীন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল, মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, সোনালী ব্যাংক ম্যানেজার সঞ্জীত কুমার নাথ প্রমূখ।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ৬ টি ষ্টল মেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন চাষাবাদ এবং সরঞ্জামাদি প্রদর্শন করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞান ভিত্তিক জমির ব্যাবহার প্রদর্শনীতে প্রমথ হয হাফছড়ি উচ্চ বিদ্যালয় ২য় হয়েছে গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা,৩য় গুইমারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়।বিজয়ী প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।