মুকুট দাস মধু,তাড়াইল (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জের তাড়াইলের কৃতি সন্তান ব্যাংকার আযীযুল হক(৮৫) আর নেই।
জানা গেছে,বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) সকাল ৭ টা ৩০ মিনেটের দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।মরহুম এম.আযীযুল হক মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। (১৩ নভেম্বর) শুক্রবার বিকেল ৩ টার সময় নিজ গ্রাম উপজেলার ধলা ইউনিয়নের ধলা বহুমূখী আলিম মাদরাসা’র মাঠে মরহুমের নামাজের জানাযা শেষে লাশ দাফনের কথা রয়েছে।
এম.আযীযুল হক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন।তিনি ব্যাংক এশিয়া’র পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন। এম. আযীযুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে ১০ বছরের অধিক সময় শিক্ষকতা পেশায়ও দায়িত্ব পালন করেছেন।