শামীমুর রহমান, নাঙ্গলকোট
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” এই পতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় জাতীয় সমবায় দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে সমবায় বিভাগের সার্বিক তত্বাবধানে এবং উপজেলা সমবায় অফিসের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভার মেয়র আবদুল মালেক, উপজেলা ভইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া, সহকারী ভূমি কমিশনার মিল্টন বিশ্বাস, জাইকা কর্মকর্তা এমরান হোসেন, উপজেলা সমবায় অফিসার কেফায়েত খান।