এম, এ মান্নান, বিশেষ প্রতিনিধি কুমিল্লা ।
কুমিল্লার মনোহরগঞ্জ পরিবার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের সাথে অভিমান করে শাহিনুর আক্তার(১৬) নামে এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে। শাহিনুর উপজেলা মৈশাতুয়া ইউনিয়নের আমতলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী সে মৈশাতুয়া গ্রামের ব্রীজের পশ্চিমপাড়া সিএনজি চালক শাহজাহানের মেয়ে।
(২১ নভেম্বর) শনিবার সন্ধ্যায় পরিবারের অজান্তে নীজ বাড়ীর বসত ঘরে আত্মহত্যা করে ওই ছাত্রী। পরিবারের স্বজনরা জানায়, গতকাল শনিবার বিকেলে মেয়ে শাহিনুরকে ঘরে রেখে বাবা-মা ডাক্তারের কাছে চিকিৎসা নিতে জান। এ সময় শাহিনুর বাড়িতে কেউ না থাকায় নীজ বসত ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। সন্ধ্যার পর বাবা মা চিকিৎসা শেষে বাড়ীতে এসে দেখে ঘরের দরজা জানালা বন্ধ থাকা অবস্থায় মেয়ে শাহিনুরকে ডাকাডাকি করেন। অনেকক্ষণ ডাকাডাকি করে মেয়েটির সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় শাহিনুরের ঝুলন্ত নিথর দেহ। এ সময় পরিবারের আত্মচিৎকারে স্থানীয়রা শাহিনুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
অপর দিকে স্কুল ছাত্রী আত্মহত্যার বিষয় নিয়ে স্থানীয়রা বলেন, সিএনজি চালক শাহজাহান মিয়ার মেয়ে শাহিনুরের সাথে একই গ্রামের রতন মিয়ার ছেলে কিরনের সঙ্গে দ্বীর্ঘদিন প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গত কয়েকদিন আগে তারা বিবাহের সিদ্ধান্ত নেয়। শাহিনুর তার পরিবারকে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা রাজি না হয়ে মেয়েকে পারিবারিক ভাবে শাষন করে। এতে শাহিনুর পরিবারের লোকজনের সাথে অভিমান করে এ আত্মহত্যার পথ বেঁচে নেয়। এ ঘটনা এলাকা জানাজানি হলে বিষয়টি আপোস মিমাংশের চেষ্টা চালায় একটি প্রবাসশালী মহল। খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ স্কুল ছাত্রী লাশ উদ্ধার করেন।
মনোহরগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবা উদ্দীন ভুইয়া জানান, মেয়েটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।