মাগুরা প্রতিনিধি।
মাগুরার শ্রীপুর উপজেলার আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করলেন সাবেক প্রধান শিক্ষক ও শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আবুল কালাম আজাদ। ১৮ নভেম্বর বুধবার অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় এ দায়িত্ব গ্রহন সম্পন্ন হয়।এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছে জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যক্ষ শেখ মইদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি অত্র কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো: নাসিরুল ইসলামসহ কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ। এ সময় অন্যান্যদের উপস্হিত ছিলেন আবাইপুর কলেজের ইংরেজি প্রভাষক খান ওয়ালিউল্লাহ, সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, সাংবাদিক লেনিন জাফরসহ আরো অনেকে।
এবিষয়ে অধ্যক্ষ শেখ মইদুল ইসলাম বলেন, মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর আবুল কালাম আজাদ স্যারকে মনোনীত করেছেন এবং বোর্ড তা অনুমোদন দিয়েছে। তাঁর সাথে আমার খুবই ভালো সম্পর্ক ,যেহেতু তিনি শিক্ষক ছিলেন তাঁর পরামর্শে প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাবো। সভাপতির দায়িত্ব গ্রহন করার পর মোঃ আবুল কালাম আজাদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই কলেজের যতো সমস্যা আছে সবকিছুই এমপি সাহেবের পরামর্শ নিয়ে সমাধান করবো। যেহেতু আমি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম, সেহেতু এই কলেজের ব্যাপারে সার্বিক সহযোগিতা অধ্যক্ষ সাহেবকে আমি দিবো। এডহক কমিটির চার সদস্যের মধ্য অপরজন হচ্ছেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মশিয়ার রহমান। অত্র কলেজে মোট শিক্ষক কর্মচারী ২৮ জন এবং ৩৫৯ জন শিক্ষার্থী রয়েছে।