1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে ফুটবল খেলার জের ধরে প্রকাশ্যে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

খুটাখালীতে ফুটবল খেলার জের ধরে প্রকাশ্যে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৭১ বার

সেলিম উদ্দীন,কক্সবাজার :
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে ফুটবল খেলার জের ধরে আরিফুল ইসলাম (২২) নামের এক রাজমিস্ত্রিকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।

আরিফ ইউনিয়নের ৫নংওয়ার্ড দক্ষিন মাইজপাড়া গ্রামের মোস্তাক আহমদ ছেলে। তাকে আশংকা জনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৫ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৭টার সময় খুটাখালী বাজারস্থ হাফেজখানা সড়কে ঘটে এ ঘটনা।

অভিযোগে জানা গেছে, এদিন সন্ধ্যার সময় আরিফ বাড়ির জন্য বাসন-পেয়ালা ক্রয় করতে আসছিলেন বাজারে।

এসময় ইউনিয়নের পুর্বপাড়া ৬নং ওয়ার্ডের কিছু দুর্বৃত্ত ফুটবল খেলার জের ধরে আরিফকে টেনে হেচড়ে হত্যার উদ্দ্যশ্যে হাফেজখানা সড়কের ফার্নিচার মার্কেট এলাকায় নিয়ে শরিরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র (বাড়ইল) দিয়ে কুপিয়ে জখম করে। তারা সংখ্যায় ১০/১৫ জন ছিল। সবাই বাজারের বিভিন্ন ফার্নিসার দোকানের মেস্ত্রি বলে জানা গেছে।

আরিফের বড় ভাই মুবিনুল ইসলাম জানায়, ঘটনার সময় তার ভাই আরিফ বেলালের দোকানে ছিল।

এসময় দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। পথিমধ্যে হাফেজখানা সড়কের ফার্নিচার মার্কেটের সামনে নিয়ে এলোপাতাড়ি ধারালে অস্ত্র (বাড়ইল) দিয়ে আরিফের বুকে পিঠে ও পেটে আঘাত করে।

তার শোরচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বত্তরা জানে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়।

আরিফের পিতা মোস্তাক আহমদ জানায়, সম্প্রতি বাড়ির পাশে ফুটবল টুর্নামেন্টে মারামারি হলে তার ছেলে আরিফ মধ্যস্থতা করে উভয় দলের খেলোয়াড়দের শান্ত করে।

এ ঘটনাকে পুঁজি করে ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুর্বপাড়ার বেশ ক’জন ফার্নিচার মেস্ত্রি আরিফের উপর চড়াও হন।

একপর্যায়ে তাকে বাজার থেকে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতাল ও পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় চিহ্নিত বেশ ক’জন দুর্বৃত্তদের বিরুদ্ধে চকরিয়া থানায় লিখিত অভিযোগ প্রক্রিয়াধিন বলে জানান আরিফের বাবা মোস্তাক।

এদিকে বাজারে প্রকাশ্যে হামলার ঘটনায় ব্যবসায়ীদের মাঝে চরম আতংক বিরাজ করছে।
তারা অভিযুক্তদের গ্রেফতারপুর্বক শাস্তির দাবী জানান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মু. জুবায়ের বলেন, খুটাখালী বাজারে প্রকাশ্যে হামলার বিষয়ে কেহ জানায়নি। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net