তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাড়া-মহল্লার চায়ের দোকানগুলো এখন বেশ সরগরম। কে প্রার্থী হচ্ছেন, কার অবস্থান ভালো তা নিয়ে যেন যুক্তিতর্কের শেষ নেই।
যদিও এ উপজেলায় পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে এখনো অনেক বাকি। তবুও আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সাধারণ লোকজনের মাঝে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে।
সম্ভাব্য চেয়ারম্যান, মেম্বার ও মেয়র প্রার্থীরাও থেমে নেই। বিজয় দিবস ও নতুন বছরকে স্বাগত জানিয়ে নিজ নিজ এলাকার লোকজনকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে প্রার্থীতার জানান দিচ্ছেন। থেমে নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাও।
তাছাড়া শীতকালীন বিভিন্ন খেলাধূলা, সামাজিক আচার-অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েও আগাম প্রার্থীতার আভাস দিয়ে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা।
উপজেলা সার্ভার স্টেশন সূত্র জানায়, আগামি বছরের মার্চ-এপ্রিলের দিকে এ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ২০১৬ সনের ৪ জুন এ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যার মেয়াদ শেষ হবে আগামি বছরের ৪ জুলাই।
অপরদিকে পৌরসভা নির্বাচন হয়েছিল ২০১৬ সনের ৩১ অক্টোবর। সেমতে পৌরসভার নির্ধারিত মেয়াদ শেষ হবে আগামি বছরের ৩০ নভেম্বর।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী (১০ আগস্ট ২০২০) এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা এক লাখ ৯৪ হাজার ৭৫২। তন্মধ্যে পৌরসভার ভোটার সংখ্যা ২১ হাজার ৫৩০ জন।
উপজেলায় নারী ভোটার সংখ্যা ৯৭হাজার ৯৩১জন আর পুরুষ ভোটার সংখ্যা ৯৬হাজার ৮২১। এ উপজেলায় পুরুষের তুলনায় নারী ভোটার সংখ্যা কিছুটা বেশি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘কয়েকটি ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করছে নির্বাচন কমিশন। পাকুন্দিয়া পৌরসভা ও ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা হতে এখনো অনেক সময় রয়েছে। তবে এখানে নির্বাচনী কোনো জটিলতা নেই। তফসিল ঘোষণা হলে নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। সেজন্য অফিসিয়াল কাজ এগিয়ে চলছে।’