1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদী জেলা আওয়ামী লীগে বর্ধিত সভা নরসিংদী পৌরসভার হল রুমে অনুষ্ঠিত হয় - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে তিন সহদরের দাদন বা সুদি কারবারের যাঁতাকলে সর্বস্বান্ত শত শত পরিবার  শহীদ ওয়াসিম আকরাম এর প্রথম মৃত্যুবার্ষিকীতে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা ঢাকা কলেজে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত এনসিপি’র পূর্বঘোষিত মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে ন্যক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় উদ্বেগ মির্জা ফখরুলের ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো ‘নৌকা’ প্রতীক জুলাই শহীদদের স্বপ্নের ‘নতুন বাংলাদেশ’ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ রাষ্ট্রীয় শোক প্রাথমিক বাছাইয়ে এনসিপিসহ ১৪৪ দলের কোনোটি ‘উত্তীর্ণ’ হয়নি ৫ দফা দাবিতে বুধবার জুলাই ঐক্যের কফিন মিছিল সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র : ডা. জাহিদ

নরসিংদী জেলা আওয়ামী লীগে বর্ধিত সভা নরসিংদী পৌরসভার হল রুমে অনুষ্ঠিত হয়

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ১৬৯ বার

নরসিংদী জেলা আওয়ামী লীগে বর্ধিত সভা নরসিংদী পৌরসভার হল রুমে অনুষ্ঠিত হয়।
গত ১৯ নভেম্বর ২০খ্রিঃ তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি নরসিংদী জেলা আওয়ামী সভাপতি ও সদর আসনের এমপি লে.কর্ণেল (অবঃ) মোঃ নজরুল ইসলাম হিরু ( বীর প্রতীক) এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মতিন ভূঁইয়াদ্বয় কে নিজ নিজস্বীয় পদ থেকে অব্যাহতি দেন। একই তারিখে নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জি এম তালেব হোসেন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা মোঃ আলীকে দায়িত্ব পালন করার নির্দেশ দেন। জেলা আওয়ামী লীগের শীর্ষ পদে দুই নেতা দায়িত্ব পাওয়ার ১৫ দিন পর আজ ৬ ডিসেম্বর ২০ রোববার নরসিংদী পৌরসভা হল রুমে ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জি এম তালেব হোসেনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হলো।
উক্ত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা কমিটির নেতাদের সাথে সম্পৃক্ত হন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের (এমপি)।
তিনি কনফারেন্সের মাধ্যমে দলীয় নেতাদের বলেন:- আমরা নরসিংদী জেলা আওয়ামী লীগকে অনেক পরামর্শ দিয়েছি। অনেক বুদ্ধি পরামর্শ দিয়েছি।
আমরা তাদেরকে দল থেকে অব্যাহতি দেইনি।

শুধু পদ থেকে অব্যাহতি দিয়েছি। আমরা তাদের কখনও অবগা করবো না।
তাদেরকে পদ থেকে আপাতত অব্যাহত দিয়েছি সংগঠনের বৃহৎ স্বার্থে।
কিন্তু তারাও দলের জন্য অনেক কাজ করেছেন, তারাও ত্যাগী নেতা। তাদেরও অনেক ত্যাগ আছে।
শুধুমাত্র তাদের নিজেদের মধ্যে কলহের জন্য আজ সাময়িক একটা ব্যবস্থা নেওয়া। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য লে কর্ণেল অবঃ ফারুক খাঁন এমপি, বিশেষ অতিথি ছিলেন :- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) মির্জা আজম এমপি শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, এডভোকেট এ.বি.এম রিয়াজুল কবীর কাউসার।

নরসিংদী সদর আসনের এমপি লে কর্ণেল অবঃ মোঃ নজরুল ইসলাম হিরু ( বীর প্রতীক) ও সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগ, ডাঃ আনোয়ারুল আশরাফ দিলীপ এমপি, আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন এমপি, শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ কামরুজ্জামান, ও উপজেলা/ থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, জেলা কমিটির প্রত্যেক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সন্জ্ঞালনে ছিলেন :- ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা মোঃ আলী। এদিকে বর্ধিত সভায় অনুপস্থিত ছিলেন সদ্য স্বীয়পদ থেকে অব্যাহতি পাওয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মতিন ভূঁইয়া। বর্ধিত সভাস্থলের বাইরে নেতা কর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সভাস্হল ঘিরে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি ও মূর্হূত মূর্হূত শ্লোগানে মুখরিত ছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net