শাহাদাত হোসেন, (রাউজান প্রতিনিধি:)
রাউজানের কুন্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা শহীদ অধ্যক্ষ নতূন চন্দ্র সিংহের কনিষ্টিপুত্র বীর মুক্তিযোদ্ধা কুন্ডেশরী ঔষধালয় লিমিটেডের প্রয়াত ব্যবস্থাপক লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহের শ্মশানে শ্রদ্ধা জানাতে কুন্ডেশ্বরী ভবনে ছুটে এসেছেন দেশ বরণ্য সাংবাদিক ও বুদ্ধিজীবীরা। বৃহস্পতিবার সকালে প্রয়াত প্রফুল্ল রঞ্জন সিংহের শ্রাদ্ধানুষ্ঠানে যোগদিতে রাউজানে আসেন এটিএম নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহাফুজুর রহমান, জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বৈশাখী টিভির সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, সাংবাদিক মুন্নি সাহা, দৈনিক প্রথম আলোর সহ সম্পাদক সাহিত্যক কবির বকুল। তারা প্রথমে এসে প্রয়াত প্রফুল্ল রঞ্জন সিংহের শ্মশানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শোক বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করে কুন্ডেশ্বরী ঔষধালয়, কুন্ডেশ্বরী বালিকা মন্দির কুন্ডেশ্বরী বালিকা মহা বিদ্যালয়, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, কুন্ডেশ্বরী মাতৃ মন্দির সহ কুন্ডেশ্বরীর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন প্রয়াত মুক্তিযোদ্ধার পুত্র রাজিব সিংহ, কন্ঠ শিল্পী চন্দন সিংহ, বাসু দেব সিংহ, দেশ বরণ্য শিল্পপতি আলহাজ্ব আবু বক্কর, এন.সি.সি ব্যাংকের চেয়াম্যান এস এম আবু মহসিন, ইকবাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাংবাদিক মঞ্জুল আলম, পৌর মেয়র দেবাশীষ পালিত কাউন্সিলর আলমগীর আলী মুক্তিযুদ্ধা ইউছুপ খাঁনসহ দেশে শীর্ষ স্থানীয় ব্যাক্তিবর্গরা।এই অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের জন্য ভোজের আয়োজন করা হয়।