1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে ছবি তুলতে চাওয়ায় মানসিক ভারসাম্যহীন নারিকে রট দিয়ে মারধর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

রাঙ্গাবালীতে ছবি তুলতে চাওয়ায় মানসিক ভারসাম্যহীন নারিকে রট দিয়ে মারধর

মাহমুদুল হাসান,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ১৯০ বার

দুইবার মারছি প্রোয়োজনে আরো মারবো তবুও তোকে বাজার ছাড়া করমু ঘটনাটি ঘটেছে, পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের মৌডুবী বাজারে মোসাঃ রিনা আক্তার নামের এক মানসিক ভারসাম্যহীন নারিকে রটদিয়ে মারধরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে মৌডুবী উইনিয়নের সহ-সভাপতি যুবলীগনেতা আনিচুর রহমান সওকত সিকদার এক মানসিক ভারসাম্যহীন নারিকে রটদিয়ে পিঠিয়েছে ,রিনা বাজারে একটি কম্পিউটারের দোকানে ছবি তুলতে গেলে সেই দোকান্দার সওকতের দোকানে বসাছিল তখন সওকত পাগল ছাগল বলে তাকে তার দোকানের ভিতরে নিয়ে রট দিয়ে মারধর করেছে এবং তার গলায় পারাদিয়ে মেরে ফেলার হুমকিও দিয়ে থাকেন । তখন ভারসাম্যহীন নারি বলেন আমাকে মার্রলে একেবারে মাইরাফালা।
স্থানীয় সূএে জানাযায়, রিনা আক্তারের বাড়ি মৌডুবী বাজারের পাশে তিনি মানসিক ভারসাম্যহীন অনেক বছর ধরে রিনা এই বাজারে আসে মানুষ জন ওকে বিরক্ত কর্রলে ও আজে বাজে কিছু বলে তানা হলে ওর খারাপ কোন রের্কড নেই। ওর মনমানসিকতা অনেক ভালো ওকে এভাবে মারাটা ঠিক হয় নাই আমরা এর সঠিক বিচার চাই ওতো কাউকে জালায় না ওকে নিয়ে আমাদরে সমাজের মানুষের এতো মাথাব্যাথা কেন তা বুঝতে পারিনা
রাঙ্গবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন,আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net