আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিমাইতপুরের বিউটি বেগম ২০০৮ সালে একটি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েও নিয়োগ না পেয়ে দীর্ঘ ১২ বছরের আইনি লড়াই শেষে শিক্ষক হিসেবে যোগ দিলেন।
সদর উপজেলা শিক্ষা অফিসার মো:হায়দার আলী জানান, আদালতের নির্দেশ অনুযায়ী সব পদক্ষেপ নিয়েই গত সোমবার বিউটি বেগমের যোগ পত্র গ্রহন করা হয়েছে।
গাইবান্ধায় সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নেরে রিমাইতপুর গ্রামের সরকারতাড়ী প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদে নিয়োগ পরিক্ষায় মোট আট জনের অংশ গ্রহনে বিউটি লিখিত পরিক্ষায় প্রথম হলেও ২০০৮ সালে তাকে ওই স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়নি। পরে বিউটি বেগম প্রতিকার পেতে আদালতে মামলা দায়ের করেন।
আদালতে যাওয়ার দীর্ঘ প্রায় এক যুগ পর আপিল বিভাগ থেকে চূড়ান্ত নির্দেশনা এলো তার পক্ষেই।
বিউটি বেগম বলেন, ১৯৮৫ সালে স্থাপিত স্কুলটি তখন রেজিস্টার্ড বেসরকারি ছিলো। আমি নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছিলাম। কিন্তু ম্যানেজিং কমিটি আমাকে না নিয়ে আরেকজনকে নিয়েছিলো। এর প্রতিকার পেতে আমি আদালতে গিয়েছিলাম।
গত সোমবার ১৪ ডিসেম্বর শিক্ষা অফিসে যোগ দেয়ার পর আনুষঙ্গিক কাগজপত্র ওই অফিসে সাবমিট করছি। আমার প্রতি অন্যায় হয়েছিলো। আমার প্রাপ্ত ফল আমাকে না দিয়ে অন্য জনকে দেওয়া হয়েছিলো। আদালতে আমি ন্যায়বিচার পেয়েছি।সিনিয়রিটি সহ আমাকে নিয়োগের আদেশ দিয়েছে আদালত।
এখন আমাকে খুব স্বস্তি লাগছে। অনেক দৌঁড়াতে হয়েছে, এটা আমার আশার আঙ্খকা। শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে।