1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইশা ছাত্র আন্দোলন একটি আদর্শিক ছাত্র কাফেলা -কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিবির নেতা হত্যা মামলায় যুবলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার মাগুরায় নানা আয়োজনে বীর মুক্তিযোদ্ধা কবি আমির হামজার মজন্মবার্ষিকী পালিত মনোহরগঞ্জে আগুনে প্রবাসী বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতির পরিমাণ ১০ লাখ টঙ্গীতে কিশোর গ্যাংয়ের হামলায় চার আঙুল হারালো যুবক সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে ৫৩ হাজার টাকা ছিনতাই কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন রোহিঙ্গা আটক ধোপাছড়ির মানুষের দুঃখ দূর করবে কাঠের সেতুটি ৬ মাস পর ৬ লাখ টাকায় সংস্কার সন্দ্বীপে উপজেলা বিএনপি আহবায়ক এডভোকেট মো আবু তাহের সমর্থনে ধানের শীষের পক্ষে গণ সংযোগ চৌদ্দগ্রামে বর্ণমালা একাডেমিতে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আল্লামা ইকবালের জন্ম বার্ষিকীতে ‘ইকবাল ও গণতন্ত্র‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইশা ছাত্র আন্দোলন একটি আদর্শিক ছাত্র কাফেলা -কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল

কে এম ইউছুফ [হাটহাজারী] চট্টগ্রাম ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৫৩২ বার

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা’র জেলা সম্মেলন’২০২১” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারী) হাটহাজারী উপজেলা পরিষদ কমপ্লেক্স গেইট সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে জেলা সভাপতি মুহাম্মদ এমদাদুল্লাহ চৌধুরীর সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মিছবাহ’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মদ আল আমিন ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- আল জামেয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী’র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা আতিকুল্লাহ বাবুনগরী, আরব আমিরাত শাখার সাবেক সভাপতি মাওলানা আনসারুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মদ আল আমিন বলেন- ইশা ছাত্র আন্দোলন একটি আদর্শিক ছাত্র কাফেলা। এ-সমাজের অলিগলি থেকে শুরু করে রাষ্ট্র’র শীর্ষ পর্যন্ত একটি আদর্শিক পরিবর্তন আনতে চায় তারা। সেই লক্ষ্য নিয়ে দেশের সর্বত্র তৃণমূল পর্যায়ে শিক্ষাঙ্গণ ও ক্যাম্পাসগুলাতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আর এই দেশকে নতুন ভাবে গড়তে হলে ছাত্র সমাজকে আদর্শিক ভাবে গড়ে তুলতে হবে। কেননা তারাই এক-একজন আগামীর কর্ণধার।

প্রধান বক্তা মাওলানা আশরাফ আলী নিজামপুরী বলেন- পৃথিবীতে যুগ যুগ ধরে মাদরাসা ইলমে দ্বীনের খেদমত করছে, তাবলীগ দাওয়াতের খেদমত করছে, ইসলামী রাজনৈতিক দলগুলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র দল যে দলটি একিসাথে ইলম, দাওয়াত, জিহাদ ও ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্টার জন্য সমন্বিতভাবে কাজ করছে। আগামীতে সকল দলের ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরির মাধ্যমে ইসলামী আন্দোলন একটি সত্যিকারার্থের ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্টার জন্য ইসলামী আন্দোলন অগ্রণী ভূমিকা রাখবে। সেই সাথে তিনি কওমী মাদরাসার ছাত্রদের উদ্দেশ্যে সাহিত্য ও অর্থনীতির ক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানান।

আরো উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সদস্য ও আল খামিস শাখার সভাপতি মাওলানা ফজলুল কাদের, চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি মাওলানা মতিউল্লাহ নূরী, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর সভাপতি আব্দুল আলী কারিমী, সেক্রেটারি আলহাজ্ব ফুরকান সিকদার, ‘জাতীয় শিক্ষক ফোরাম এর আহবায়ক মাস্টার সেলিম উদ্দিন রেজা, মুজাহিদ কমিটি চট্টগ্রাম উত্তর জেলার সাধারন সম্পাদক মাওলানা খালেদ সোলতানি, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আব্দুর শাকুর হাম্মাদ ও সাধারণ সম্পাদক ওমর ফারুক আজাদ, ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি মোরশেদ কারিমি, ইসলামী আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার জয়েন্ট সেক্রেটারি মাওলানা মামুনুল হক, ইসলামী আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার দপ্তর সম্পাদক আজিজুল হক মাদানী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, দ্বীনি সংগঠন হাটহাজারী উপজেলার সভাপতি মুহাম্মাদ জাহাঙ্গীর, এবং জেলা ও থানা নেতৃবৃন্দ।

সম্মেলনে প্রধান অতিথি ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মদ আল আমিন ২০২০ সেশনের চট্টগ্রাম জেলা (উত্তর) কমিটি বিলুপ্ত করে ২০২১ সেশনে নতুন কমিটি ঘোষণা করেন। এতে হাবিবুল্লাহ মিছবা ‘কে সভাপতি, মুহাম্মাদ তানভীর মাহতাব’কে সহ সভাপতি এবং মুহাম্মদ ওমর ফারুক’কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net