1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে মাদ্রাসা নির্মাণকে কেন্দ্র করে ভাংচুর, গুলিবিদ্ধ ৫ সহ আহত ৯ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

ফটিকছড়িতে মাদ্রাসা নির্মাণকে কেন্দ্র করে ভাংচুর, গুলিবিদ্ধ ৫ সহ আহত ৯

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ২০৫ বার

ফটিকছড়িতে মাদ্রাসা নির্মাণকে কেন্দ্র করে ভাংচুর ও গুলাগুলির ঘটনা ঘটেছে।
৪ জানুয়ারী (সোমবার) সকালে উপজেলার পশ্চিম নানুপুর গ্রামের মাইজভান্ডার মান্নানীয়া সড়কের পাশে দারুচ্ছালাম ঈদগাহ মাদ্রাসা নির্মাণকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটেছে বলে জানা যায়। এতে ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ৯ জন অাহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহতরা হলেন, নানুপুরের মোবারক আলী পন্ডিত বাড়ির আব্দুল গাফফারের ছেলে মুহাম্মদ নুরুদ্দিন (২৫), মুহাম্মদ আজমের ছেলে মুহাম্মদ মুজিবুল্লাহ (২৩), মুহাম্মদ জানে আলমের ছেলে মুহাম্মদ এমরান (২৬), আব্দুর রশীদের ছেলে মুহাম্মদ বাহাদুর (৬৫), আবুল কাসেমের ছেলে মুহাম্মদ জুবাইর (২৭)। অন্যান্যরা হলেন, আরাফাত (২৮), আজগর উল্লাহ (২৫), গুর মিয়া (২৮) ও আফাজ (৪৫)। অাহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘যুবলীগ নেতা হাসান দেশীয় অস্ত্র-সস্ত্র ও ২০/২৫ সদস্যের একদল সাঙ্গ-পাঙ্গ নিয়ে মাদ্রাসায় অতর্কিতভাবে ভাংচুর করে লুটপাট করে, অামরা বাঁধা দিলে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে অামাদের উপর অাঘাত করে। এ সময় তারা বর্বর তান্ডব চালায়।’

এ ব্যাপারে অভিযুক্ত যুবলীগ নেতা হাসানের বক্তব্য জানতে তাকে একাধিকবার ফোন করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

জানা যায়, স্থানীয় দারুচ্ছালাম ঈদগাহ মাদ্রাসা নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে অাসছিলো। একটি পক্ষ চাইছে মাদ্রাসা নির্মাণ করতে, অারেকটি পক্ষ সরকারী খাস জায়গায় মাদ্রাসাটি নির্মাণ হচ্ছে এমন অভিযোগে মাদ্রাসা নির্মাণের বিরোধীতা করে অাসছে। মূলত এর জের ধরেই ঘটনার সূত্রপাত ঘটেছে বলে জানা যায়।

ঘটনার পর পর ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফটিকছড়ি থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি রবিউল হোসেন বলেন, ‘খবর পেয়ে অামরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। অনেকেই গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কে গুলি করেছে, কেন করেছে সবকিছু তদন্ত করে দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল অারেফিন বলেন, ‘মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। অামরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় অাইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net