1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় প্রতিবন্ধী শিশু ধর্ষনের অভিযোগে মামলা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

মাগুরায় প্রতিবন্ধী শিশু ধর্ষনের অভিযোগে মামলা

মো: সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ২৬৩ বার

মাগুরায় ১২ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেছেন শিশুটির মা।

ভুক্তভোগী শিশুর ভাই জানান শুক্রবার বিকেলে বাড়ির পাশে একটি বাগানে পাতা কুড়াতে যায় তাঁর বোন। এমন সময় টিটো মোল্লা (৩০) নামের এক বখাটে যুবক শিশুটিকে ধর্ষণ করে। ঘটনাটি শিশুটির দাদি দেখে ফেলেন। পরে বিষয়টি স্থানীয় মুরব্বিদের জানালে তাঁরা এ বিষয়ে কোনো দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। পরবর্তিতে শিশুটির ভাই জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন ।খবর পেয়ে পুলিশ ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সদস্যদের থানায় নিয়ে মামলা করতে বলেন।শনিবার দুপুরে এ ব্যাপারে মামলা দায়ের করেছেন শিশুটির মা। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে মোবাইলে আমাদের প্রতিনিধি জানান, ধর্ষণের শিকার হয়েছে, নাকি ধর্ষণেরচেষ্টা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় জড়িত যুবককে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হয়েছে, মামলা নম্বর ০৯ তারিখ ০৯/০১/২০২১ইং। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net