শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
ডাবুয়া সমিতি মহানগরের উদ্যোগে শীতার্তদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার ( ৯ জানুয়ারি) বিকালে ডাবুয়া তারাচণ শ্যামচরণ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তরুণ প্রজম্মের প্রতিনিধি, মেধাবী সংগঠক ফারাজ করিম চৌধুরী। ডাবুয়া সমিতি মহানগরের আহবায়ক আলহাজ্ব সাইফুদ্দিন চৌধুরী সাবু সভাপতিত্বে ও সচিব আসাদ রসুল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আ.লীগের সহ সভাপতি শাহজাহান ইকবাল, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ ,স্ট্যান্ডার্ড ব্যাংকের ইসি চেয়ারম্যান হোসেন আহমেদ, ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, পৌর ৬নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সমির দাশ গুপ্ত, যুবলীগ নেতা সুমন দে , দীপলু দে দিপু। উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন, ডাবুয়া সমিতির সেলিম উদ্দিন, কনক বড়ুয়া, সনজিত দে বাবু, এডভোকেট সুব্রত দে, বাবলা বডুয়া, উজ্জল বডুয়া ,রাজিব দে, মোজাহের ইসলাম, সুমন মহাজন, সিমুল দে, ইফতেখার ইনান, ডাবুয়া ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি সাবের হোসেন, যুবলীগ সাধারণ সম্পাদক আসাদ হোসেন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নকিব, সাংগঠনিক চিশতি, যুবলীগ নেতা আজাদ হোসেন, আজাদ আলম চৌধুরী সালাউদ্দিন, তারেক, মোরশেদ, ছাত্রলীগ নেতা জমির উদ্দিন, নাসির উদ্দিন, লোকমান, শরিফুল হক মুন্না, মোরশেদুল আলম, লিটন, জাসেদ, তির্থ, সমরজিত প্রমুখ।