কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম :
চট্টগ্রামের হাটহাজারী পৌর আওয়ামী লীগের উদ্যোগে এলাকায় ৩ শতাধিক অসহায়, গরীব ও দুস্থ শীতার্তের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮জানুয়ারি) সকালে হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সোলাইমান সও. এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য মাহমুদ সালাউদ্দিন চৌধুরী।
এসময় তিনি বলেন- শীতে গরিব দুস্থ ও অসহায় মানুষের দুর্ভোগ বাড়ে। এদের কষ্ট লাঘবে হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের পক্ষে শীতবস্ত্র বিতরণের জন্য পৌরসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
নৈতিক দায়িত্ব বিবেচনায় সমাজের সকল বিত্তবানকে অসহায় শীতার্ত নারী-পুরুষদের সহযোগীতায় এগিয়ে আসার আহবান জানান তিনি
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম জাকির।
পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি বাবু কেশব কুমার বড়ুয়া।
অতিথি ছিলেন- পৌরসভা আওয়ামী লীগ ৪ নং ওয়ার্ডের সভাপতি আবদুল কাইয়ুম, ৮নং ওয়ার্ড সভাপতি সেকান্দর তুহিন ও ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী।
এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক মোসলেহ উদ্দিন মাসুদ, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আইয়ুব, মোঃ শাহাবুদ্দীন, আওয়ামী লীগ নেতা মো. হারুন, হাবিবুর রহমান রাজু, মো. রাকিব উদ্দিন, সৈয়দ আহম্মদ হোসেন, ডা. জগদীস চক্রবর্তী, মো. কামাল উদ্দিন, মুশফিকুর রহমান সাদী, আবু তৈয়ব, পৌরসভা আওয়ামী লীগ ১নং ওয়ার্ড সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক এসকান্দর, ৩নং ওয়ার্ড সভাপতি শাহজাদা সৈয়দ বদরুল, সাধারণ সম্পাদক মো. আলী, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন, ৫নং ওয়ার্ড সভাপতি শাহেদুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. শাহআলম, ৭নং ওয়ার্ড সভাপতি লোকমান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, ৯নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম। ছাত্রনেতা মো. মামুন, সুমন, আসিফ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।