1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাড়াইলে যে কোনও মুহুর্তে ধসে পড়তে পারে জাওয়ার ইউনিয়ন ভূমি অফিস - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজানে পরিত্যক্ত দু’টি হ্যাচারি- সুফল থেকে বঞ্চিত ডিম সংগ্রহকারীরা হেফাজতে ইসলামের সাবেক  যুগ্ম-মহাসচিব মামুনুল হকের মুক্তি লাভ। বাঁশের সাঁকোর বদলে স্টিল ব্রীজ নির্মাণ কাজ শুরু ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে পিঁড়িতে বা খাটে বসে চুল দাড়ি কাটার দৃশ্য ! আদালতে মামলা করায় বাঁশখালীতে বাদীকে হত্যার হুমকি উপজেলা প্রেসক্লাব উখিয়া’র সাধারণ সভা সম্পন্ন কোম্পানীগঞ্জে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে ১০জনের মনোনয়ন দাখিল নবীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদদ চন্দনাইশ উপজেলা গাউসিয়া কমিটি ও ছাত্রসেনার লিফলেট ও শরবত বিতরণ চন্দনাইশে বাছুরসহ ৩ গরু চুরি

তাড়াইলে যে কোনও মুহুর্তে ধসে পড়তে পারে জাওয়ার ইউনিয়ন ভূমি অফিস

মুকুট দাস মধু,তাড়াইল(কিশোরগঞ্জ):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ১২১ বার

কিশোরগঞ্জের তাড়াইলে জাওয়ার ইউনিয়ন ভূমি অফিস যে কোনও মুহুর্তে ধসে পড়ার আশংকা করছেন এলাকাবাসী।

জানা গেছে,স্বাধীনতার পূর্বে অর্থাৎ ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের আমলে তৈরি বর্তমান একতলা স্থাপনাটি জাওয়ার হাসপাতাল হিসেবে ব্যবহৃত হতো।বিরি জাওয়ার মৌজায় অবস্থিত উক্ত স্থাপনা।যাহার এসএ খতিয়ান ২৬০,এসএ দাগ ১২৪১।আরএস খতিয়ান ৫১১,আরএস দাগ ২২৯৫।শ্রেণী পুকুরপাড়,পরিমান ৭ শতক।স্বাধীনতা পরবর্তীকালে অস্থায়ীভাবে উক্ত স্থাপনাতে সাময়িকভাবে জাওয়ার উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়েছে।নিজস্ব স্থাপনাতে বিদ্যালয়ের কার্যক্রম স্থানান্তরিত হওয়ার পর বিগত ১৯৮৭ সাল পর্যন্ত প্রায় ১০ বছর এই স্থাপনাটি সরকারের ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিস হিসেবে ব্যাবহৃত হওয়ার পর অধিগ্রহনকৃত ভূমিতে অত্যাধুনিক কমিউনিটি সেন্টারে স্থানান্তরিত হয় জাওয়ার ইউনিয়ন পরিবার পরিকল্পনার কার্যক্রম।তারপর থেকেই এই স্থাপনাটিতে ব্যাবহৃত হচ্ছে জাওয়ার ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম।

সরেজমিনে দেখা যায়,একতলা ৪ কক্ষবিশিষ্ট উক্ত স্থাপনাটির ৩টি কক্ষ অব্যবহৃত ও দড়জা জানালা ভাঙাচুড়া অবস্থায় আছে এবং পুরো স্থাপনাটির পলেস্তেরা খসে যাচ্ছে।একটি রুমে গাদাগাদি অবস্থায় চেয়ার,টেবিল,আলমিরা রেখে জনগনকে ভূমি সেবা দিয়ে আসছেন দ্বায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা।স্থাপনাটি যে কোনও মুহুর্তে ধসে পড়তে পারে।

এ ব্যাপারে কথা হলে জাওয়ার ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা প্রদীপ কুমার পাল জানান,উর্ধতন মহলে কয়েকবার চিঠি দিলেও এটার কোনও প্রতিকার পাচ্ছিনা। সর্বশেষ বিগত ২৯/১২/২০২০তারিখে সহকারি কমিশনার (ভূমি) তাড়াইল বরাবরে স্থপনাটি মেরামতের জন্য আরেকটি চিঠি দিলেও এর জবাব এখনও পাননি বলে জানান তিনি।প্রতিনিয়ত আতঙ্কে থাকি এই বুঝি মাথার উপড় ধসে পড়লো।

তাছাড়া ভূমি সেবা দেয়ার কক্ষে ঢুকলেই চোখে পড়বে ফাটল ও পলেস্তেরা খসে যাওয়ার ভয়াবহ চিত্র।এলাকাবাসীর দাবী দ্রুত মেরামত করা হোক সরকারের রাজস্ব পাওয়া এই ইউনিয়ন ভূমি অফিস।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম