1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ার সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী শওকত আলমের জানাযায় হাজারো জনতার ঢল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালী থেকে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ আটক-১ চট্টগ্রাম-১৩ আসনে রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত, চমকে জামায়াত কোন দল দেশ ও জনগণের কল্যাণে কাজ করেনি- ঈদগাঁওয়ে শহিদুল আলম বাহাদুর কুমিল্লা ক্রিয়েটিভ চারুকলা ইনস্টিটিউটের আর্ট ক্যাম্প অনুষ্ঠিত সামাজিক অপরাধ প্রতিরোধে মসজিদে ওসির জনসচেতনতামূলক বক্তব্য ফেনীবাসীর দীর্ঘদিনের দুঃখ ও দাবি- ফেনী নদীতে বাঁধ নির্মাণ করা হবে -ডা. শফিকুর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক রামগড়ে উপজেলা ও পৌর শ্রমিকলীগের সভাপতির বিএনপিতে যোগদান রাঙ্গাবালীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ টহল পুকুর ভরাটের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে পরিবেশে অধিদপ্তরের মামলা

চকরিয়ার সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী শওকত আলমের জানাযায় হাজারো জনতার ঢল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৮৭ বার

চকরিয়া প্রতিনিধি : হাজারো জনতার অশ্রুসিক্ত নয়নে চকরিয়ার সাবেক শিবির নেতা বিশিষ্ট ব্যবসায়ী মো. শওকত আলমের নামাযে জানাযা সম্পন্ন হয়েছে। এতে শোকাহত মানুষের ঢল নামে।

বৃহস্পতিবার (২০মে) রাত সাড়ে ৭টায় চিরিঙ্গা ইউনিয়নের উত্তর বুড়িপুকুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাযে জানাযার ইমামতি করেন মরহুমের ছোটভাই পালাকাটা কুসুমকলি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম।

বিশাল জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম, সাবেক এমপি হাজী মোহাম্মদ ইলিয়াছ, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, জামায়াত নেতা মুহাম্মদ হেদায়াত উল্লাহ, চকরিয়া উপজেলা উত্তর আমীর মাওলানা ছাবের আহমদ, দক্ষিণ আমীর মাওলানা মোজাম্মেল হক, চকরিয়া পৌর আমীর আরিফুল কবির, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, চকরিয়া জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির, ছাত্রশিবিরের জেলা সভাপতি কামাল উদ্দিন ও মরহুমের ছোটভাই মাস্টার মো. শহিদুল ইসলাম।

এসময় চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, কক্সবাজার শহর জামায়াতের নায়েবে আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আসহাব উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। পরে স্থানীয় কবরস্থানে সাবেক তুখোঁড় এ ছাত্রনেতার মরদেহ চিরনিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও সাবেক এমপি অধ্যাপক এনামুল হক মনজুর ঘনিষ্টজন হিসেবে পরিচিত চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়নের বুড়িপুকুরের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী শওকত আলম (৫০) বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান চিংড়ি প্রজেক্টে হিট স্ট্রোকে আক্রান্ত হন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে চকরিয়া জমজম হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ব্যবসায়ী শওকত আলম ৩ ছেলে সন্তানের জনক ছিলেন।

অন্যদিকে বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা শওকত আলমের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি অধ্যাপক এনামুল হক মনজু, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির প্রমুখ ব্যক্তিবর্গ। শোকদাতাগণ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net