1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গরিবের ঈদের আনন্দ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কেন্দ্রীয় শহিদ-মিনার অযত্ন-অবহেলার শিকার রক্ষণাবেক্ষণে স্থায়ী লোক নিয়োগের দাবী। — এমএ বার্নিক ঠাকুরগাঁওয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা নোয়াখালীতে রামচন্দ্র দেবের ৭৫ তম তিরোভাব উৎসবে নিরাপত্তা প্যারেড হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ Daftar Situs Slot Server Thailand Terlengkap Mudah Maxwin খাগড়াছড়ি রামগড়ে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রাউজানে কালবৈশাখীর তান্ডবে উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুৎ খুঁটি  ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কুবি ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ নবীগঞ্জ ইনাতগঞ্জ কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা শিক্ষক ও তার ভাই’ মোবাইল একাউন্টে ঠাকুরগাঁওয়ে হরিপুরে চরম দুর্দিনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাঁশ মালী পরিবারের সদস্যরা !

গরিবের ঈদের আনন্দ

মোঃ আকরম হোসেন লেখক, কবি সাহিত্যিক, সাংবাদিক নেতা ও সংগঠক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৯৯ বার

ভাইয়ের জন্য পান্জাবী আর
আমার জন্য জামা।
না আনিলে আব্বু তোমার
করবো নাকো ক্ষমা।
অপর দিকে গিন্নির আবার
হরেক রকম বায়না।
যে করে হোক এবার তাকে
দিতে হবে গহনা।
নিজের জন্য চিন্তা নাই
ছেড়া হলেও চলে।
সুখ পাখিটা আটকে গেছে
দুখের কারেন্ট জ্বালে।
তিলে তিলে করছে জমা
ঈদের জন্য কিছু।
বিদায় ঘন্টা চলছে যেনো
তারি পিছু পিছু।
ছেলে মেয়ে করছে ফোন
আব্বু আইবা কবে।
তোমায় নিয়ে ঈদ আনন্দ
অনেক মজা হবে।
বউয়ের জন্য গহনা কিনে
আরতো টাকা নাই।
চিন্তা এবার একটাই শুধু
কোথায় টাকা পাই।
অনেক কষ্টে বাচ্চাদেরই
পোষাক কেনা হলো।
সর্বনাশা ট্রাক তাকে
বাঁচতে নাহি দিলো।
তবুও ছাড়েনি সে
পোষাকেরই ব্যাগটা।
চাপা দিয়ে চলে গেছে
দুরপাল্লারই ট্রাকটা।
কাপড় দিয়ে ঢেকে যখন
লাশটা বাড়ি নিলো।
গহনা পোষাক সবি আছে
তাকে নাহি পেলো।
খাটে সোয়ানো নাকে তুলা
বাড়ির আঙিনায় রাখে।
সন্তানেরা কাঁদছে জোরে
আব্বু বলবো কাকে।
লাগবেনা আর জামা কাপড়
ঈদের দরকার নাই।
আব্বু তুমি কথা বলো
আর কিছু না চাই।
গরিবের ঈদ আনন্দ
এমনি ভাবেই হয়।
রক্ষা করো ওগো দয়াল
প্রভু দয়াময়।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম