এম আর আমিন,চট্টগ্রাম
চট্টগ্রাম ৪১টি ওয়ার্ডে ৫ থেকে ১৯ জুন পর্যন্ত ৩৩৫ টি কেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (৩ জুন) সকাল সাড়ে ১০টায় চসিক জেনারেল হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী।
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২১ চট্টগ্রাম চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।
হাম, ডায়রিয়া, রাতকানাসহ সব ধরনের রোগ থেকে বাঁচাতে ৬-৫৯ মাস বয়সী শিশুদের আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ১৩ লাখ শিশু চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। শুধুমাত্র সাপ্তাহিক ছুটির ২ দিন টিকা কর্মসূচি বন্ধ থাকবে।