1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কল্পনা চাকমার অপহরণ বাংলাদেশ রাষ্ট্রের চরম লজ্জ্বার' - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভোট গ্রহন কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঠাকুরগাঁওয়ে জরিপ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় অংশীজনের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা । সংখ্যালঘুর দোহাই দিয়ে বিক্রিত জমি দখলে রাখতে চান তুলসী রানী দাস ঈদগাঁও’র পাঁচ ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত-১০ আজ ভয়াল ২৯ এপ্রিল! ৩৩ কিলোমিটার বেড়ীবাঁধে ২৬ স্থানে ফাটল, দূর্যোগ আতংকে বাঁশখালী উপকূলবাসী ভূঞাপুরে অস্বাভাবিক লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ, হিট স্ট্রোকে নারীর মৃত্যু শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ২০২৪ উদযাপন। নারী অধিকার ও উন্নতির উত্থানে বদরুন নাহার কলির অদম্য উদ্যোগ প্রশংসনীয়

কল্পনা চাকমার অপহরণ বাংলাদেশ রাষ্ট্রের চরম লজ্জ্বার’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২০২ বার

চট্টগ্রাম সংবাদদাতাঃ

‘স্বাধীনতার ৫০ বছরেও বিপ্লবী কল্পনা চাকমার অপহরণের সুষ্ঠু বিচার করতে না পারা বাংলাদেশ রাষ্ট্রের চরম লজ্জার’ – বলেন অমর কৃষ্ণ চাকমা (বাবু)। বিপ্লবী কল্পনা চাকমার অপহরণ দিবসের আলোচনা সভায় বলেন তিনি।

আজ শনিবার (১২ জুন) বিপ্লবী কল্পনা অপহরণ দিবস উপলক্ষে চট্টগ্রাম ফ্রি পোর্টে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী শ্রমিক ফোরাম কর্তৃক আয়োজিত কল্পনা চাকমার অপহরণের প্রতিবেদন প্রকাশ ও লেঃ ফেরদৌস গংদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উদ্দীপন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অমরবিন্দু চাকমা,সভাপতি, পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরাম(বন্দর) এবং প্রধান অতিথি ছিলেন অমর বিকাশ চাকমা(বাবু)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি অনিল বিকাশ চাকমা,সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি চাকমা এবং তরিকা চাকমা, সাধারন সম্পাদক আদিবাসী মহিলা ফোরাম (চট্টগ্রাম)।

অনুষ্ঠানে স্বাগত বক্তাব্য রাখেননব জ্যোতি চাকমা,সাংগঠনিক সম্পাদক(নিউ মুরিং)।তিনি বলেন,’আজ ১২ জুন।আজকের এই দিনে ১৯৯৬ সালে রাঙামাটির বাঘাইছড়ি নিজ বাসা থেকে অপহৃত হয় বিপ্লবী কল্পনা চাকমা।অপহণের পর দেশে বিদেশে ব্যাপক প্রতিবাদের পরও প্রকৃত অপহরণকারী লেঃ ফেরদৌস গং দের শাস্তির না দিয়ে রাষ্ট্র তার দায় এড়াতে পারেনা।রাষ্ট্রকে অবশ্যয় একদিন এর জবাব দিতে হবে।’

প্রধান অতিথি বলেন,’কল্পনা চাকমা মুক্তিকামী জুম্ম নারী সমাজের সংগ্রামী লড়াকু সৈনিক ছিলেন।প্রগতিশীল আদর্শের মাধ্যমে সমাজে নারী – পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী ছিলেন। ১৯৯৬ সালে আজকের এই দিনে বিশেষ বাহিনীর চক্ষুশূলে লেঃ ফেরদৌস এর নেতৃত্বে কাপুরুষিতভাবে অপহরণ হন তিনি।অপহরণের ২৫ বছরেও যথাযথ ঘটনার প্রতিবেদন প্রকাশ ও অপহরণকারীরদের শাস্তি দিতে পারে নাই রাষ্ট্র।কল্পনা চাকমার অপহরণ বাংলাদেশ রাষ্ট্রের চরম লজ্জ্বার’।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, ‘দীর্ঘ এই ২৫ বছরে ৩৯ জন তদন্তকারী অফিসারের চেষ্টার পরও যথাযথ বিপ্লবী কল্পনা চাকমার অপহণের প্রতিবেদন দিতে না পারা রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দিচ্ছে।শুধু কল্পনার অপহরণ ঘটনা নয়, পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানে স্বাক্ষরিত ‘পার্বত্য চুক্তি’ বাস্তবায়ন না করে রাষ্ট্র জুম্ম আদিবাসীদের সাথে চরম অমর্যাদা ও বেয়মান করে চলেছে।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে বাংলাদেশ রাষ্ট্রের বোধোদয় হয়া উচিত আদিবাসীদের সমঅধিকার ও সমমর্যাদার স্বীকৃতি দেয়া।’

উল্লেখ্য, বিপ্লবী কল্পনা চাকমা হিল ওইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন।১৯৯৬ সালে দিবাগত রাতে তার বড় দুই ভাই সহ অপহরণ হয় বাঘাইছড়ির নিজ বাসা থেকে।পরে তার ভাইদের খোঁজ ফেলেও খোঁজ মেলেনি কল্পনা চাকমা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম