1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লকডাউনের প্রথম দিনে রাউজানে প্রশাসনের কঠোর নজরদারি, ফাঁকা রাস্তা ঘাট - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

লকডাউনের প্রথম দিনে রাউজানে প্রশাসনের কঠোর নজরদারি, ফাঁকা রাস্তা ঘাট

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২১২ বার

সরকার ঘোষিত ৭দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে ছিল রাউজান উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকেই কঠোর লকডাউন বাস্তবায়ন কার্যকর করতে রাউজান উপজেলা প্রশাসন, থানা পুলিশ, র‌্যাবের একটি টিমসহ উপজেলার বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়। সকাল থেকেই ব্যস্ততম দু’টি সড়ক চট্টগ্রাম-রাঙ্গামাটি ও চট্টগ্রাম-কাপ্তাই সড়ক সহ বিভিন্ন স্পটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকায় কোন সড়কে যানবাহন চলাচল করেনি। কঠোর লকডাউনের কারণে সড়কগুলো একদম ফাঁকাই ছিল বলেও চলে। তবে চিকিৎসক, অসুস্থ ব্যক্তি, স্বাস্থ্যকর্মী, ঔষধ, খাদ্য পরিবহন কাজে নিয়োজিত যানবাহন ও রিক্সা চলাচল করতে দেখা যায়। এছাড়া উপজেলার বিভিন্ন সড়ক গুলোতে আর কোন যানবাহন চলাচল করেনি। প্রশাসনের কড়া নজরদারি থাকায় জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হয়নি। লকডাউন চলাকালে কাচাঁ বাজার ,ঔষধের দোকান, খাদ্য দোকানসহ নিত্য পণ্যের দোকান খোলা থাকলেও ক্রেতা ছিল কম। সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন বিভিন্নস্থানে অবস্থান নেন। তাদের র‌্যাবের একটি টিম বিভিন্ন সড়কে টহলরত ছিল। রাউজান থানা পুলিশের একাধিক টিম বিভিন্ন হাট বাজার, সড়কের মোড়ে মোড়ে গিয়ে সাধারণ জনগণকে সচেতন দেখা যায়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, সরকার ঘোষিত ৭দিনের কঠোর লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি।৭ দিনের লকডাউনে আমাদের কঠোর নজরদারি থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net