1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোক্তাদের অধিকার সুরক্ষিত করতে উপজেলা প্রশাসন ও ক্যাবকে সমন্বিতভাবে কাজ করতে হবে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফুল গিয়ারে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি, প্রধান উপদেষ্টাকে সিইসি ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন সামনের পথ কঠিন, তবে সম্ভাবনাও আছে: ড. ইউনূস ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর ১লা জুলাই ঢাকায় জুলাই ঐক্যের পদযাত্রা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা ভবিষ্যতে বাংলাদেশে সত্য কথা, ন্যায়ের পক্ষে কথা বলবেন , আশ্বস্ত থাকুন কোন মামলা, হামলা, নির্যাতনের শিকার হবেন না – আমিনুল হক  চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস

ভোক্তাদের অধিকার সুরক্ষিত করতে উপজেলা প্রশাসন ও ক্যাবকে সমন্বিতভাবে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২৭৯ বার

ক্যাব হাটহাজারীর সাথে সৌজন্য সাক্ষাতকালে হাটহাজারীর নবাগত ইউএনও

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেছেন, মানুষের জীবন ও জীবিকার সাথে জড়িত সবগুলি অধিকারই ভোক্তা অধিকারের আওতাভুক্ত। আমরা প্রত্যেকেই কোন না কোন ভাবে পন্য বা সেবার ভোক্তা। তাই দেশের ভোক্তাদের জাতীয় প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসাবে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কে নিত্যপণ্যে কৃত্রিম সংকট, মূল্যবৃদ্ধি, খাদ্যে ভেজালের বিষয়গুলির পাশাপাশি সকল নাগরিক অধিকার নিয়ে উপজেলা প্রশাসনের সাথে সমন্বিতভাবে কাজ করতে হবে।

১৫ জুলাই ২০২১ ইং বৃহস্পতিবার সকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ক্যাব হাটহাজারী শাখার সাথে সৌজন্য সাক্ষাতকালে নবাগত ইউএনও উপরোক্ত মন্তব্য করেন।

সৌজন্য সাক্ষাতে ক্যাব হাটহাজারীর সভাপতি সাংবাদিক ন ম জিয়াউল হক চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী এম এন এ রুবেল, যুগ্ন সম্পাদক নুরুল ইসলাম নোবেল, সদস্য সাংবাদিক বোরহান উদ্দীন, সৈয়দা জান্নাতুল ফেরদাউস, জেসমিন বিনতি চৌধুরী ও মহিউদ্দীন ইমরান সহ ক্যাব প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

নবাগত ইউএনও মোঃ শাহিদুল আলম আরও বলেন, আমাদের দেশে ভোক্তারা নানাভাবেই প্রতারিত হচ্ছে। এই প্রতারণার দায় কেবল ব্যবসায়ীদের নয়, আমরা ভোক্তাদের অসচেতনতাও এর জন্য দায়ী। আমাদের প্রত্যেককে ভোক্তা অধিকারগুলো সম্পর্কে সচেতন হতে হবে। অনেক ব্যবসায়ীরা আছেন তারা ইচ্ছাকৃতভাবে কৃত্তিম সংকট খাদ্যে ভেজাল এসবে জড়িত হন। অনেকে না জেনেই প্রতারণার ফাঁদে পা বাড়ান। অথচ এই খাদ্য ভেজালের কারনে আগামি প্রজন্ম পুরোটাই মেধাশুণ্য ও অসুস্থ হবে। তাই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে শুধুমাত্র প্রশাসনের মোবাইল কোর্ট নয়, প্রয়োজন তাদেরকে সামাজিক ভাবে বয়কট ও প্রতিরোধ। আর সেক্ষেত্রে ভোক্তা সংগঠন হিসাবে ক্যাবকে আরও শক্তিশালী ও সক্ষমতা বাড়ানো গেলে ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে সমন্বয় জোরদার হবে। সরকারি-বেসরকারী সব সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানে মানসম্মত, গুনগত সেবা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ভোক্তাদের আরও বেশী শিক্ষা ও সচেতনতা বাড়ানো দরকার।

ক্যাব হাটহাজারীর সভাপতি ন ম জিয়াউলহক চৌধুরী শুভেচ্ছা বক্তব্যে বলেন, ক্যাব প্রতিনিয়তই ভোক্তাদের ভোগান্তি ও সমস্যাগুলি নিয়ে সরকারি সংশ্লিষ্ঠ দপ্তর ও প্রশাসনের দৃষ্ঠি আকর্ষন করে থাকে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের সেবা প্রদানে ত্রুটি-বিচ্যুতি, অসংগতি, দুর্বলতা ও অস্বচ্ছতা এবং ভোক্তাদের অধিকার ভোগের প্রতিবন্ধকতাগুলি তুলে ধরে। তিনি আরও বলেন ক্যাব মনে করে ভোক্তাদের অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের আরো বেশি কাজ করার সক্ষমতা রয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে জন সচেতনতা সৃষ্টির জন্য নিয়মিত সেমিনার ও সভা সমাবেশ অনুষ্ঠানের মাধ্যমে ভোক্তাদের আেো সচেতন করার সুযোগ রয়েছে। পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার ক্ষুন্নকারীদের শাস্তির আওতায় আনার সুযোগ রয়েছে। হাটহাজারীতে ভোক্তা অধিকার সুরক্ষিত করতে ও সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের মাঠ পর্যায়ে সেবা নিশ্চিতে উপজেলা প্রশাসন ও ক্যাব’র সমন্বিত ভাবে করবেন বলে আশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net