1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মান্দায় কার্ডের বিনিময়ে টাকা নেওয়ার বিষয়টি সঠিক নয় বলে দাবী ইউপি সদস্য আমিন মোল্লার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রক্টরের অপসারণের দাবিতে কুবি শিক্ষকের পাশে এবার সহকর্মীরা চন্দনাইশে বৌদ্ধ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিবু বড়ুয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন  নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহাগ দাবি আদায়ের লক্ষ্যে দশম দিনের মতো কুবি শিক্ষকদের অবস্থান তিতাসে ওমান প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচারের অভিযোগ বাংলাভাষাকে ধ্রুপদী ভাষা ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ – Mengenal Lebih Dekat Slot Fortune Dragon তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা “যোগ্য ব্যক্তিদের বেছে নিন”পছন্দমত প্রতিকে ভোট দিন! ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান । ঠাকুরগাঁওয়ে টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা ।

মান্দায় কার্ডের বিনিময়ে টাকা নেওয়ার বিষয়টি সঠিক নয় বলে দাবী ইউপি সদস্য আমিন মোল্লার

কাজী কামাল হোসেন, নওগাঁ
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২২৭ বার

নওগাঁর মান্দায় বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার নামে টাকা নিয়ে আত্মসাৎ করার বিষয়টি সঠিক নয় বলে দাবী করেছেন উপজেলার ৯ নং তেঁতুলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য আমিন মোল্লা (আমিন)। ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং ২নং প্যানেল চেয়ারম্যান আমিন মোল্লা সোমবার(২আগস্ট) বিকেলে সাংবাদিকদের কাছে এই বিষয়ে কথা বলেছেন । একটি কুচক্রী মহল তার মান সম্মান হানি করার উদ্দেশ্যে সাংবাদিকদের মিথ্যে তথ্যদিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

তিনি বলেন, দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধি এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলার ভাতা কর্মসূচি বাস্তবায়নে অধিকতর গতিশীলতা আনয়নের লক্ষ্যে সরকার বয়স্ক ও বিধবা ভাতা চালু করেছে। এসব ভাতার কার্ড করে দেওয়ার নামে আমার বিরুদ্ধে তেঁতুলিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের দু’জনের নিকট থেকে ৩ হাজার ৮০০ টাকা এবং ৫ হাজার টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন।

তিনি জানিয়েছেন, গনমাধ্যমে ঘটনাটি প্রকাশের পর আমি স্থানীয় লোকজনসহ নারায়ণপুর গ্রামের জেহের আলীর স্ত্রী আলেয়া বেগম এবং ফজের আলীর স্ত্রী হাজেরা বেগম এবং তার ছেলে জাইদুর ইসলামের সাথে কথা বলেছি। ভাতার কার্ডের জন্য আমাকে কখনো কোন টাকা দেননি বলে তারা জানিয়েছেন। তিনি বলেন, এবিষয়ে বেশ কিছু সংবাদ মাধ্যমের খবরে আমার নাম এসেছে । যা খুবই অপ্রত্যাশিত। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আমিন মোল্লা বলেন, আমি তেঁতুলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং ২নং প্যানেল চেয়ারম্যান। অত্র এলাকা জুড়ে আমার সুনাম রয়েছে। ফলে সাধারন মানুষের প্রতিনিধি হিসেবে আমাকে নির্বাচিত করেছেন। আমি সর্বদা সাধারন মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। কিন্তু একটি মহল শত্রুতা বসতঃ সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়েছেন। সমাজ থেকে মাদক নির্মূলে একজন জনপ্রতিনিধি হিসেবে পুলিশ প্রশাসনকে সর্বাত্নক সহযোগিতা করে আসছি। আগামীতেও আমার সেই প্রচেষ্টা অব্যহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

কার্ডের বিনিময়ে স্থানীয় ইউপি সদস্য আমিনকে টাকা দিয়েছেন কি-না জানতে চাইলে উপজেলার নারায়ণপুর গ্রামের জেহের আলীর স্ত্রী আলেয়া বেগম বলেন,‘আমিন নিম্বারক(ম্যামবার/ইউপি সদস্য) আমি টাকা-পয়সা দিইনি, কিন্তু সেই দিন আমাকে খুব চাপে ফেলেছিল, বুল্লজি (বলেছেন) এই কথা বুললে(বললে) তোমার কার্ড হবে তাই বুলিচি।’ এবিষয়ে জানতে চাইলে ফজের আলীর স্ত্রী হাজেরা বেগম এবং তার ছেলে জাইদুর ইসলাম স্থানীয় ইউপি সদস্য আমিনকে কোন টাকা-পয়সা দেননি বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম