 
																
								
                                    
									
                                 
							
							 
                    সাভার উপজেলার আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের স্হায়ী বাসিন্দা হাসেম প্লাজার স্বত্বাধিকারী মরহুম হাসেম সাহেবের ছেলে মোঃ ওমর আলী সজীবের জন্ম দিন পালিত।
সোমবার (৬ সেপ্টেম্বর) আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের (৬) নং ওয়ার্ডের মরহুম হাশেম সাহেব এর ছেলে মোঃ ওমর সজীব মিয়ার জন্মদিন পালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতিন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষক লীগের সহ- সভাপতি দেলোয়ার হোসেন মাষ্টার ও তা শুভাকাঙ্ক্ষীগন। এসময় ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতিন দীর্ঘায়ু কামনা করে বলেন, ওমর সজীব মিয়া তরুণ উদীয়মান সমাজ সেবক রাজনীতিবিদ লেখক ও বটে,তার এই গুনের কথা বলে শেষ করার মত নয়,আমি দেখেছি এই ওমর সজীব মিয়া দেশের করোনা পরিস্থিতিতে ৬নং ওয়ার্ড বাসীর জন্য গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়েছিলেন, আগামীতেও পাশে থাকবেন ইনশাআল্লাহ। এসময় ওমর সজীব মিয়া বলেন আমার বাবা মরহুম হাশেম সাহেব যে ভাবে মানুষের পাশে দাড়িয়েছেন আমিও তার আদর্শ নিয়েই সারাজীবন গরীব অসহায় মানুষের পাশে যেন থাকতে পারি আমার জন্য দোয়া করবেন । এসময় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদ প্রার্থী বিষয়ে জানতে চাইলে, ওমর সজীব মিয়া বলেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বাসী আমাকে ভালোবাসে বলেই নির্বাচনে অংশ করবো। এবং আমি শত ভাগ আশাবাদী ধামসোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বাসীর দোয়ায় আমি নির্বাচনে জয় লাভ করবো। আশুলিয়া ধামসোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ধামসোনা ইউনিয়ন (৬) নং ওয়ার্ড ভাদাইল বাসীর সুখে দুখে পাশে থাকতে পারি।