1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে যৌতুকের টাকা না পেয়ে জামাতার থাপ্পরে শশুর-শাশুড়ী হাসপাতালে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিবির নেতা হত্যা মামলায় যুবলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার মাগুরায় নানা আয়োজনে বীর মুক্তিযোদ্ধা কবি আমির হামজার মজন্মবার্ষিকী পালিত মনোহরগঞ্জে আগুনে প্রবাসী বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতির পরিমাণ ১০ লাখ টঙ্গীতে কিশোর গ্যাংয়ের হামলায় চার আঙুল হারালো যুবক সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে ৫৩ হাজার টাকা ছিনতাই কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন রোহিঙ্গা আটক ধোপাছড়ির মানুষের দুঃখ দূর করবে কাঠের সেতুটি ৬ মাস পর ৬ লাখ টাকায় সংস্কার সন্দ্বীপে উপজেলা বিএনপি আহবায়ক এডভোকেট মো আবু তাহের সমর্থনে ধানের শীষের পক্ষে গণ সংযোগ চৌদ্দগ্রামে বর্ণমালা একাডেমিতে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আল্লামা ইকবালের জন্ম বার্ষিকীতে ‘ইকবাল ও গণতন্ত্র‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লাকসামে যৌতুকের টাকা না পেয়ে জামাতার থাপ্পরে শশুর-শাশুড়ী হাসপাতালে

কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫০ বার

কুমিল্লা লাকসামে যৌতুকের টাকা ও মেয়ের পারিবারিক কলহের মীমাংসা করতে গিয়ে জামাতার বাড়িতে শশুর- খালশাশুড়ি ও স্ত্রী কে লাঞ্চিত এবং মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে জামাতা হেলাল উদ্দিন সাদ্দাম বিরুদ্ধে। শ্বশুর-খালাশাশুড়ি ও স্ত্রী সুমিকে রক্তাক্ত ক্ষত-বিক্ষত অবস্থায় দেখে এলাকাবাসী জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ।
আহতদেরকে উদ্ধার করে লাকসাম সদর হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী । বর্তমানে আহত শ্বশুর শহিদ উল্লাহ (৭০), খালা শাশুড়ি সাহেদা আক্তার (৩০) হাসপাতালে চিকিৎসা নেয়া হয়েছে । তবে শামীমা আক্তার সুমি বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ।
১৮ সেপ্টেম্বর শনিবারের কান্দিরপাড়া ইউনিয়ন রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী শামীমা আক্তার সুমি বাদী হয়ে স্বামী হেলাল উদ্দিন সাদ্দামকে একনাম্বার অভিযুক্ত করে ১২ জনের বিরুদ্ধে রবিবার ১৯ সেপ্টেম্বর বিকেলে লাকসাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় অভিযোগের খবর শুনে অভিযুক্ত হেলাল উদ্দিন সাদ্দাম বিভিন্ন ভাবে অভিযোগকারী পরিবারের উপর প্রাননাশের হুমকি প্রদান করেন বলে ভুক্তভোগীরা।

থানায় দায়ের করা অভিযোগ ও নির্যাতনের শিকার নারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় তিন বছর আগে লাকসাম পৌরশহরে বাতাখালী গ্রামের শহিদ উল্লাহ মেয়ে শামীমা আক্তার সুমি সঙ্গে উপজেলার রামচন্দ্রপুর
গ্রামের হারন রশিদের ছেলে হেলাল উদ্দিন সাদ্দামের বিয়ে হয়। বিয়ের সময় জামাতাকে নগদ ৩ লাখ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার দেওয়া হয়। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের জন্য নববধূকে চাপ দিতে থাকেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে স্বামী হেলাল তাঁর বোন, মা ও বাবার সহায়তায় সুমিকে প্রায়ই মারধর করেন। নির্যাতন সহ্য করিতে না পারায় বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে জানান, বিষয়টি নিয়ে সালিশে বসে দুই পক্ষের সঙ্গে মীমাংসা করে দেয় সালিশ জনেরা । কিছু দিন পর যৌতুকের টাকা জন্য সুমিকে নির্যাতন করে বাবার বাড়ীতে পাঠিয়ে দেয় স্বামী হেলাল উদ্দিন সাদ্দাম। এরই ধারাবাহিকতা ১৮ সেপ্টেম্বর সকালে সুমির পরিবারের স্বজনরা জানতে পায়, জামাতা হেলাল উদ্দিন সাদ্দাম পূনরায় আরও একটি বিবাহ আবদ্ধ হইতেছে।সংবাদের ভিত্তিতে সুমির পরিবারের লোকজন রামচন্দ্রপুর জামাতার বাড়িতে আসলে তাদেরকে লাঞ্ছিত করে তাদের উপর হামলা চালিয়ে খালাশাশুড়ি ও মেয়েকে আহত করে হেলালসহ পরিবারের লোকজন। এসময় সুমির বাবা শহিদ উল্লাহ বাঁধা দিলে জামাতা হেলাল শশুরকে গাছের সঙ্গে বেঁধে কিল-ঘুষি মেরে চালানো হয় নির্যাতন। এ নির্যাতন দেখে এলাকাবাসী জরুরি সেবা ৯৯৯ ফোন করেন। পুলিশ ঘটনার স্হলে আসার পূর্বে জামাতা হেলাল তাদের কাছ থেকে স্বর্নকার ও নগদ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
সোমবার অভিযোগ প্রসঙ্গে লাকসাম থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া বলেন, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়েছে। গৃহবধূ শামীমা আক্তার সুমি থানায় অভিযোগ করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net