1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাউখালী দুর্গম পাহাড়ী এলাকায় বাবা ভান্ডারীর আস্তানায় শতশত আশেক ভক্তদের পদচারনায় মুখরিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল রাতে সাধারণ সম্পাদকের বাড়িতে দাওয়াত, সকালে মিলল সভাপতির লাশ পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার শিক্ষক ইব্রাহিম মজুমদার এর রাজকীয় বিদায় ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাউখালী দুর্গম পাহাড়ী এলাকায় বাবা ভান্ডারীর আস্তানায় শতশত আশেক ভক্তদের পদচারনায় মুখরিত

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৫ বার

কাউখালী উপজেলার দুর্গম পাহাড়ী এলাকায় বাবা ভান্ডারীর আস্তানায় প্রতিদিন শত শত ভক্ত আশেকদের পদচারনায় মুখরিত। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম অলি হযরত গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারী রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকায় গহিন অরন্যে ফরিদ খালী খালের পাশে পাহাড়ের গুহায় কঠিন রেয়াজতে মগ্ন ছিলেন। জনমানব শুন্য গহিন অরন্যে পাহাড়ের গুহায় বন্য পশু প্রানীর বসবাসের স্থানে হযরত সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী দীর্ঘ ১২ বৎসর কঠিন রেয়াজত শেষে হলদিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকা বটপুকুরিয়া এলাকায় এসে আবোরো কঠিন রেয়াজতে ছিলেন। বটপুকুরিয়া এলাকা থেকে মাইজভান্ডারী ত্বরিকার প্রর্বতক হযরত গাউছুল আজম শাহ্সূফি হযরত সৈয়দ আহম্মদ উল্লাহ মাইজভান্ডারীর নির্দেশে বটপুকুরিয়া এলাকা থেকে মাইজভান্ডার দারবার শরীফে নিয়ে যাওয়া হয়েছে বাবা ভান্ডারীকে। রাউজানের বটপুকুরিয়া বাবা ভান্ডারীর আস্তানায় ও কাউখালী উপজেলা গহিন অরন্যে বাবা ভান্ডারীর আস্তানায় প্রতিদিন চট্টগ্রাম জেলা ও দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত আশেক ভক্ত আসেন। আশেক ভক্ত গন রাউজান উপজেলা সদর থেকে শুরু হওয়া শহীদ জাফর সড়ক দিয়ে রাউজান উপজেলা সদর, ডাবুয়াা, হলদিয়া ইউনিরয়নের দুর্গম পাহাড়ী এলাকা হয়ে কাউখালী উপজেলা ফটিকছড়ি ইউনিয়নের পোড়া বাজার পর্যন্ত সিএনজি অটো রিক্সা, জীপ, মিনি ট্রাক,কার, মাইক্রোবাস, হাইস করে যায়। পোড়া বাজার থেকে পায়ে হেটে ফরিদখালী খালের পাড় ও খালের পানি দিয়ে উজানে গিয়ে গহিন অরন্যে বাবা ভান্ডারীর আস্তানায় পৌছে আশেক ভক্তরা। গতকাল ১৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে পাহাড়ের গহিন অরন্যে বাবা ভান্ডারীর আস্তানায় জেয়ারতের উদ্দেশ্যে গেলে দেখা যায় আস্তানায় চট্টগ্রামের নাজির হাট থেকে মাইজভান্ডার দরবারের আশেক মামুনের নেতৃত্বে ১২ জন যুবক কিশোর আস্তানায় এসে জেয়ারত করেন । মুরগী জবাই করে বাবা ভান্ডারীর ফাতেহার আয়োজন করেন । বাবা ভান্ডারীর আস্তানায় জেয়ারত করার সময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, পরিবেশ নেতা নুরুল আবছার, ব্যবসায়ী মহিউদ্দিন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net