চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আহমুদুর রহমান (১০২) নামের এক বৃদ্ধার লাশ বাঁশখালী উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের খাটখালী জলকর নদীতে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
বাঁশখালী থানা সূত্রে জানা যায়,নিহত আহমুদুর রহমান আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তৈলারদ্বীপ এলাকার মৃত্যু হেদায়ত আলীর পুত্র। বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী গণ্ডামারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রদীপ চক্রবর্তী বলেন,জলকর খালে বৃদ্ধার লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে লাশটির পরিচয় পাওয়া না গেলেও পরে তার পরিচয় শনাক্ত করতে পেরেছি। ধারণা করা হচ্ছে অতিরিক্ত বৃষ্টিতে জোয়ারের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।