বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের পালংখালী বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র সুত্র জানায়, ২৮ অক্টোবর ভোর সাড়ে ৪ টার দিকে পূর্ব ফারির বিল এলাকা থেকে পালংখালী বিওপি’র সদস্যরা গোপন সুত্রে জানতে পারে কয়েকজন চোরাকারবারি মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে এপারে আসছে, এ সংবাদের ভিত্তিতে বিজিবি’র সদস্যদের একটি দল উৎপেতে থেকে অবস্থান নেয়।বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি বস্তা ফেলে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক মূল্য
০১ কোটি ৮০ লাখ টাকা।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন,৩৪ বিজিবির অধিনানায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।