1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘাসফুল এর উদ্যোগে দু’টি স্থানে শেখ রাসেল দিবস উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবেক নির্বাহী প্রকৌশলী আজমুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রাঙামাটিতে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালালো মাদকাসক্ত স্বামী মহেশখালী পাহাড়ে র‍্যাবের চিরুনি অভিযান: অস্ত্র কারখানা ধ্বংস চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠিত মুলাদীতে ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যার বিচার দাবিতে মানববন্ধন চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক হাসিনার পথেই গেলেন অলি, নেপালকে পথ দেখাল বাংলাদেশ

ঘাসফুল এর উদ্যোগে দু’টি স্থানে শেখ রাসেল দিবস উদযাপন

শেখ রাসেল ইতিহাসে অবিনশ্বর হয়ে থাকবে

জেসমিন বাপ্পি, চট্টগ্রাম।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৪৩ বার

বঙ্গবন্ধুর কনিষ্ট পুত্র শেখ রাসেল ছিলো বুদ্ধিদীপ্ত এক শিশু। পনের আগস্ট সংগঠিত ইতিহাসের জগন্যতম হত্যাকান্ডে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই লোমহর্ষক বর্বর হত্যাকান্ডে নিহত শেখ রাসেল ইতিহাসের পাতায় শতাব্দীর পর শতাব্দী এক বেদনাবিদুর চরিত্র হয়ে থাকবে। সেই কাহিনী মানুষকে আজীবন কাঁদাবে। চট্টগ্রামে হাটহাজারীস্থ মেখল ও গুমান-মর্দ্দন ইউনিয়নে শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে ঘাসফুল আয়োজিত পৃথক দুইটি আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন।
পিকেএসএফ এর সহায়তায় ঘাসফুল বাস্তবায়নাধীন সমৃদ্ধি কর্মসূচির উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের আওতায় আলোচনাসভা দুটি অনুষ্ঠিত হয়। মেখল ইউনিয়নে ঘাসফুল ক্ষুদ্র অর্থায়ন ও আর্থিক অর্ন্তভূক্তিকরণ বিভাগের ব্যবস্থাপক ও এসডিপি বিভাগের ফোকাল পারসন মোঃ নাছির উদ্দিন এর সঞ্চালনা ও সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সালাউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেখল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মালেক, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সরকারি কর্মকর্তা সৈয়দ মোঃ হাসান শাহ, সমাজসেবক মোঃ মনজুর আলম, ইছাপুর ব্যবসায়ী সমিতির সহসভাপতি আনোয়ারুল আজিম মাসুম, মোঃ দিদারুল আলম প্রমুখ। আলোচনার শুরুতে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
অন্যদিকে গুমান মর্দ্দন ইউনিয়নে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেল দিবস উপলক্ষে সকাল ১০.৩০ ঘটিকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি এস. এম. সরওয়ার্দী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সন্ধানী’র ডাঃ সৈয়দা রোকসানা তাসনিম। স্বাগত বক্তব্য রাখেন ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচি’র সমন্বয়কারী মোহাম্মদ আরিফ। সভাশেষে সন্ধানী চট্রগ্রাম মেডিকেল কলেজ ইউনিট মোটিভেশন প্রোগ্রামসহ বøাড গ্রæপিং ও রক্তদান কর্মসূচি পরিচালনা করে। বক্তাগণ শেখ রাসেল দিবসের মাধ্যমে সকল প্রকার শিশু নির্যাতন বন্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে যুবসমাজসহ সকলকে আহবান জানান। উভয় স্থানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক জনসমাগম হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net