 
																
								
                                    
									
                                 
							
							 
                    শারদীয় দুর্গাপূজা, ২০২১ উপলক্ষে গুইমারা উপজেলাধীন শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দির, দার্জিলিং টিলা এর মাঝে জেলা প্রশাসক হতে প্রাপ্ত নগদ ১৫,০০০/- টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।
১২ অক্টোবর মঙ্গলবার সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে
দাজিলিং টিলা শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি নন্দন বনিক ও সাধারণ সম্পাদক আনন্দ সৌমের হাতে অর্থ সহায়তার চেক তুলে দেন তুষার আহমেদ।
চেক প্রদান করে গুইমারা সরকারি নির্বাহী অফিসার বলেন হিন্দু ধর্মের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠানে সরকার প্রতি বছর অর্থ থাকে তারই ধারাবাহিকতায় আজকে জি আরের বরাদ্দ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। সবাই যাতে সুন্দরভাবে যার যার ধর্মীয় উৎসব পালন করতে পারে সেই বিষয়ে আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি।