নানা আয়োজনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা এর কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা, বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা এর সহকারী পরিচালকসহ অন্যান্যরা।
সোমবার (১৮অক্টোবর) সকাল ১০ টায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা এর সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।