সারা দেশের সংখ্যালগু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে আনোয়ারা উপজেলা যুবলীগের উদ্যোগে সাম্প্রদায়িক বিরোধী বিক্ষোভ সমাবেশ মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্ত্তী বাবুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ সৈয়দ, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য নিজামুল হক, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ জালাল, এরশাদ আলী সোহেল, রাশেদ রিভেল, মোবারক হোসেন, ওসমান সরোয়ার খোকন ও মোহাম্মদ আবছার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ সোলাইমান, যুবলীগ জাহেদ শাহ, সাজ্জাদ হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা তেফায়েল আহমেদ, সিইএফএল শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ উদ্দিন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইলিয়াছ, মিয়া হান্নান, মোক্তার, মুন্না, মিটন, নাঈম, মাসুদ, সালাউদ্দিনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, এদেশে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। কোনো সাম্প্রদায়িক অপশক্তি দেশের অগ্রযাত্রাকে থামাতে পারবেনা। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে অসাম্প্রদায়িক রাজনীতির ভিত্তি গড়ে তোলে উন্নয়ন সমৃদ্ধ দেশে রুপান্তর করতে যাচ্ছে তখনই বিএনপি-জামাতের নেতৃত্বে সাম্প্রদায়িকতার সুর বাজিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। যুবলীগের একজন কর্মী বেঁচে থাকতে তাদের এ স্বপ্ন পুরণ হতে দেবে না।