1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে নিরীহ লোকদের আসামী করায় নিন্দার ঝড়, মামলা প্রত্যাহারের দাবী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি শিবির নেতা হত্যা মামলায় যুবলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার মাগুরায় নানা আয়োজনে বীর মুক্তিযোদ্ধা কবি আমির হামজার মজন্মবার্ষিকী পালিত মনোহরগঞ্জে আগুনে প্রবাসী বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতির পরিমাণ ১০ লাখ টঙ্গীতে কিশোর গ্যাংয়ের হামলায় চার আঙুল হারালো যুবক সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে ৫৩ হাজার টাকা ছিনতাই কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন রোহিঙ্গা আটক ধোপাছড়ির মানুষের দুঃখ দূর করবে কাঠের সেতুটি ৬ মাস পর ৬ লাখ টাকায় সংস্কার সন্দ্বীপে উপজেলা বিএনপি আহবায়ক এডভোকেট মো আবু তাহের সমর্থনে ধানের শীষের পক্ষে গণ সংযোগ

খুটাখালীতে নিরীহ লোকদের আসামী করায় নিন্দার ঝড়, মামলা প্রত্যাহারের দাবী

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৫২ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় মন্দিরে হামলা চেষ্টার ঘটনায় দায়েরকৃত নিরীহ লোকদের আসামী করায় নিন্দার ঝড় উঠেছে খুটাখালীতে।

অপরদিকে দায়েরকৃত মামলায় খুটাখালীর প্যানেল চেয়ারম্যান আবদুল আওয়ালসহ ডজনাধিক নিরীহ লোকদের আসামি করায় চরম বিতর্ক ও স্থানীয়রা ফুঁসে উঠেছে।

মামলায় আসামিদের মধ্যে অন্তত ১জনেরও এ ঘটনার সাথে সম্পৃক্তা নেই বলে দাবী করেছেন ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি সদস্যদের এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে সদস্য ওয়াশিম আকরামের পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি মেম্বার অলি আহমদ, ছলিম উল্লাহ, গিয়াস উদ্দীন, জসিম উদ্দীন, তারেকুল ইসলাম, নারী সদস্য পারভীন আক্তার ও রাজিয়া বেগম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মামলার বাদী খুটাখালীর আসামিদের ব্যাপারে কিছুই জানেন না। তারপরও মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩শ জনকে আসামি করা হয়েছে।

বক্তাদের অভিযোগ, মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই না। বাদ যায়নি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল আওয়ালসহ যুবলীগ নেতা মোস্তফা।

অহেতুক মিথ্যা মামলার আসামীদের হয়রানি না করতে
চকরিয়া থানার ওসিকে অনুরোধ করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

বক্তারা আরো বলেন, ১৫ অক্টোবর কুমিল্লার সাম্প্রতিক ঘটনার জের ধরে চকরিয়া ডুলাহাজারা পাগলিরবিল পূজামন্ডপে পরিকল্পিতভাবে কিছু সন্ত্রাসী উত্তেজনা ছড়িয়ে হামলার পরিকল্পনা করে।

উক্ত ঘটনাকে পুঁজি করে কিছু নিরীহ মানুষকে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজহারভুক্ত করা হয়েছে। অথচ ঐদিন রাত জেগে পরিষদের চেয়ারম্যান-মেম্বার মন্দির পাহারা দেন।

তারা জানান, সমস্যা হয়েছে ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিলের পূজা মন্ডপে। আর মামলায় ১-১৭ নং নাম আসে খুটাখালীর কিছু নিরীহ ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম ও যুবলীগ নেতাও। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান বলেন, ধর্ম যার যার, দেশ সবার। মন্দিরে হামলা খুটাখালী ইউনিয়নের জন্য লজ্জাজনক। সমস্যা হয়েছে ডুলাহাজারা ইউনিয়নে আর মামলার এজাহারে নাম ঢুকিয়ে দেয় খুটাখালীর নিরীহ লোকদের।

আমি মনে করি মামলার মাধ্যমে তাদের ব্যক্তিগত উদ্দেশ্যে হাসিল করেছে। তাই উক্ত মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য কক্সবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিদের নিকট দাবী জানাই।

পাশাপাশি ঘটনার সুষ্ট তদন্তপুর্বক সরেজমিন যাচাই করে নিরীহদের মিথ্যা মামলা প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net