আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।
নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করার আগে দলীয় প্রতীক নৌকা পেতে প্রস্তুতি হিসেবে ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন নিশ্চিত করতে শুরু করেছেন দৌড়ঝাঁপ।
একইভাবে দলীয় আনুকূল্য পেতে সংশ্লিষ্টরা দলের স্থানীয় নেতৃবৃন্দের কাছে লবিং তৎপরতা তদবির চলছে। তবে প্রার্থীরা প্রত্যেকেই দলের বিভিন্ন দায়িত্বশীল পদে রয়েছেন।
অনেকই দলীয় মনোনয়ন পেতে কক্সবাজার জেলা ও চকরিয়া উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন।
ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা অনেকেই ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, উঠান বৈঠক ও সমাবেশে অংশ নিচ্ছেন।
বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদিয়ে নির্বাচনে প্রার্থিতার জানান দিচ্ছেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন। চায়ের দোকান, হাট-বাজার, রাস্তার মোড়, পাড়া-মহল্লায় সর্বত্র একটাই আলোচনা তা হল ইউনিয়ন পরিষদ নির্বাচন।
কে পাবে দলীয় প্রতীক, আর কে হবে চেয়ারম্যান এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা।
জানা গেছে, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আ.লীগের ৬জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী রয়েছে।
তারা ইতিমধ্যে মাঠপর্যায় জনমত সৃষ্টি ও নেতাদের কাছে দলীয় সমর্থন পেতে দিন রাত চষে বেড়াচ্ছেন।
তবে এবার ইউনিয়নে পরিবর্তন আসতে পারে। আ.লীগের প্রার্থীদের দলীয় মনোনয়নের ক্ষেত্রে চূড়ান্ত তালিকা কেন্দ্রে পাঠাবেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
যোগ্যতার ক্ষেত্রে অগ্রধিকার দিবে বলে ধারণা করছেন স্থানীয় আ.লীগ নেতারা।
ইউপি চেয়ারম্যান পদে খুটাখালী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক ও গত বারের নৌকার মাঝি বাহাদুর হক, সহ-সভাপতি এম বেলাল আজাদ, যুগ্ম সাধারন সম্পাদক জিল্লুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শামশুল আলম ও ইউনিয়ন যুবলীগ সভাপতি তৌহিদুল ইসলাম মিটু।